South 24 Pargana :এইড ডোনেশন ক্যাম্পের আয়োজন

South 24 Pargana :এইড ডোনেশন ক্যাম্পের আয়োজন

Jul 7, 2023 - 17:39
 0  2

সি সি সাহা লিমিটেড ও সিগনিয়ার যৌথ উদ্যোগে , হেয়ারিং এইড ডোনেশন ক্যাম্পের আয়োজন করলেন।৭ই জুলাই শুক্রবার, সকাল এগারোটায় ,কেনিল ওয়ার্থ হোটেলে, সিসি সাহা লিমিটেড ও সিগনিয়ার যৌথ উদ্যোগে, হেয়ারিং এইট ডোনেশন ক্যাম্পের আয়োজন করেন ,90 তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে, মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড গায়ক সুদেশ ভোঁসলে এবং সি সি সাহা লিমিটেড ডিরেক্টর বিক্রম সাহা এবং সিগনিয়ার সিইও এবং এম ডি ,জনাব অবিনাশ পাওয়ার অন্যান্যরা।২৯ জন প্রতিবন্ধী শিশুদের হাতে, বিনামূল্যে, বলিউড গায়ক সুদেশ ভোঁসলের হাত দিয়ে ,শিশুদেরহাতে শ্রবন যন্ত্র তুলে দেন বিনামূল্যে। যন্ত্রের মাধ্যমে শিশুদের জীবনযাত্রার মান আরো উন্নত। যন্ত্র হাতে দিয়ে সুদেশ ভোঁসলে একটি গানের মধ্য দিয়ে শিশুদের কাছে শুনতে চাইলেন কেমন লাগছে, উল্লেসিত ভাবে একটা কথাই বলে উঠলেন আমরা খুশি ও আনন্দিত,। সাথে ছোট্ট শিশুটির মা জোরে বলে উঠলেন আমার খুব বড় উপকার হলো শিশুকে এইভাবে একটি যন্ত্র সাহায্য করে, আমি ওকে মানুষ করে তুলবো।সি সি সাহা কর্ণধার এবং সিগনিয়ার প্রস্তুতকারকের কর্ণধার, বলেন আমরা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করছি এই ধরনের প্রতিবন্ধীদের পাশে থেকে সহযোগিতা করা, শিশুদের সেবা করে আসছি,। প্রতিবন্ধীদের জীবনকে উন্নত করার জন্য তাদের এই প্রয়াস বলে জানান,।আমাদের এই হেয়ারিং অ্যাড এর শাখা, বেশ কয়েকটি জায়গায় খোলা রয়েছে যাতে, এই ধরনের শিশুদেরকে নিয়ে চিকিৎসা করাতে পারে, আমাদের শাখা প্রিন্স আনোয়ার শাহ রোড, নরেন্দ্রনগর, বারাসত , ডালি মোড় সল্টলেক, মেদিনীপুর ,ডানলপ,ইত্যাদি।এটি একটি সম্পূর্ণ ওয়ান স্টপ শ্রবণ সমাধানকারী সংস্থা।আমাদের ক্লিনিক গুলি ASSR/ABR এবং OAE এর মতো ব্যাপক পিডিয়াট্রিক পরীক্ষায় এবং ENG , ECOCHG এবং VEMP এর মত ব্যালেন্স দিস অর্ডার পরীক্ষা সহ মৌলিক এবং উন্নত অডিওলজিস্ট পরীক্ষার জন্য সুবিধা দিয়ে ভবন প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য অডিওলজি ও পুনর্বাসন।এবং যন্ত্রের সরবরাহের জন্য ই এস আই এর সাথে, বেশ কয়েকটি মেডিকেল কলেজের সাথে যুক্ত , শ্রবণ ইয়ারিং এইড ব্যবহারের , বিক্রয়ের অনুমোদনের জন্য। এবং SME2 rating দ্বারা পুরস্কৃত, এবং সাধারণ মানুষের জন্য, ফাইন্যান্সের সুবিধা। সমাজ কল্যাণমূলক উদ্যোগ।এই প্রসঙ্গে সি সি সাহা লিমিটেডের কর্ণধার বিক্রম সাহা বলেন.... এত প্রস্তুতকারকের সাথে সহযোগিতা করা এবং অনেক শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জীবনে আনন্দ আনার এটি একটি বিশাল সুযোগ, শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনার আমাদের লক্ষ্য ।সিগনিয়ার সর্বভারতীয় ডিরেক্টর ও অধিকর্তা অবিনাশ পাওয়ার অনুষ্ঠানটি চলাকালীন, শ্রবণ সহায়ক প্রযুক্তির অগ্রগতির জন্য, সিগনিয়ার, প্রতিশ্রুতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সকলের সাথে ভাগ করে নিয়েছেন। তার নেতৃত্বে ভারতে সিগনিয়া অত্যাধুনিক সমাধান এবং সহায়তার মাধ্যমে শ্রবণ শক্তি হারানো ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য ধারাবাহিক ভাবে প্রচেষ্টা চালিয়েছে।।। #breakingnews #newstoday #banglanews #south24pargana #westbengal #today_breaking_news  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow