Jalpaiguri : পঞ্চায়েতে ভোটের ডিউটি পেল টোটো চালকরা
Jalpaiguri : পঞ্চায়েতে ভোটের ডিউটি পেল টোটো চালকরা
এবার এই প্রথম পঞ্চায়েতে ভোটের ডিউটি পেল টোটো চালকরা। এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ থেকে বড় বাড়ির মাঠ পর্যন্ত ভোট সামগ্রী সহ কর্মীদের বাস স্ট্যান্ডে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পেয়েছে ২৭ খানা টোটো। এক টোটো চালক রিঙ্কু রায় বলেন, আমরা এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে ভোটের ডিউটি পেয়েছি। ভোট সামগ্রী সহ কর্মীদের ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোট কর্মীদের জন্য যে গাড়ির ব্যাবস্থা করেছে সেখানে পর্যন্ত পৌঁছে দিচ্ছি । এদিন ৭তারিখ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পাশাপাশি আগামীকাল ৮তারিখ ভোর পাঁচটা থেকে রাত ২ টা পর্যন্ত চলবে আমাদের ডিউটি পড়েছে। পঞ্চায়েত নির্বাচনে এরকম ডিউটি করতে পেয়ে খুশি টোটো চালকরাও। #breakingnews #newstoday #jalpaiguri #panchayatelection #westbengalnews #newslive #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?