South 24 Pargana : স্বাধীনতার পর ময়রারচক এলাকায় তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা : U Bangla TV

South 24 Pargana : স্বাধীনতার পর ময়রারচক এলাকায় তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা : U Bangla TV

Mar 21, 2024 - 15:46
 0  3

কুলতলি বিধাসভার মেরিগঞ্জ, কুন্দখালি,গোপালগঞ্জ গ্রামের সংযোগস্থল ময়রারচক দ্বীপে প্রায় ১৩৫ টি পরিবার বাস করেন । এই দ্বীপে যাতায়াতের জন্য কোন রাস্তা ছিল না, গরমের সময় জমির আল দিয়ে যাতায়াত করতে হত বর্ষায় ভরসা ছিল ডিঙ্গি নৌকা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি একটা স্থায়ী রাস্তার, অবশেষে পথশ্রী রাস্তার প্রকল্পে শুরু হয়েছে আড়াই কিলো মিটার ঢালাই রাস্তার কাজ। ১ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে এই রাস্তা । শুরু হয়েছে রাস্তা জেসিবি দিয়ে রাস্তার মাটি কাটার কাজ এক মাসের মধ্যেই এই রাস্তা সম্পূর্ণ হবে এমনটাই জানাচ্ছেন এলাকার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল। এই রাস্তার তৈরীর কাজে খুশি এলাকার মানুষজন। দ্বীপের ছাত্রছাত্রীরা ও বয়স্ক মানুষজন তারা জানাচ্ছেন অন্যান্য সময় জমির আল দিয়ে যাতায়াত করলেও বর্ষার প্রায় চার চার মাস তাদের বাড়িতেই থাকতে হতো। ছোট ছোট ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারতেন না এই রাস্তার তৈরির ফলে তাদের যা উপকার হচ্ছে তা তারা ভাষায় প্রকাশ করতে পারবেন না এমনটাই জানান ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow