South 24 Pargana : নিজভূমি নিজো গৃহ বানাতে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো পাট্টা
South 24 Pargana : নিজভূমি নিজো গৃহ বানাতে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো পাট্টা
দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর পূর্ব বিধানসভায় সাধারণ মানুষদের হাতে তুলে দেওয়া হলো পাট্টা। অনেক অসহায় মানুষ আছে যাদের জায়গা জমি আছে কিন্তু কোন দলিল নেই। নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ যাতে জমি থেকেও জমি দাবি করতে পারেনা। সেই কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য করলেন এই পাট্টা ব্যবস্থা। যাতে মাথা উঁচু করে বলতে পারে, নিজের ভূমিতে সে বসবাস করছে। ২৩৯ জন মানুষের হাতে পাট্টা তুলে দিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার,বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার, বারুইপুর ভূমি দপ্তরের আধিকারিকরা। এছাড়াও বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস ও সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী। #news #newstoday #south24pargana #baruipur #mamtabanerjee @ubanglatvofficial
What's Your Reaction?