Siliguri : পাখি বাঁচাতে অভিনব উদ্যোগ : U Bangla TV

Siliguri : পাখি বাঁচাতে অভিনব উদ্যোগ : U Bangla TV

Feb 23, 2024 - 14:09
 0  3

পাখিদের বাঁচানোর বার্তা দিয়ে নতুন উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির মাটিগাড়া এক নং গ্রাম পঞ্চায়েতের "আসরা সেবা ট্রাস্ট"। শুধু উত্তরবঙ্গেই নয়, বলা ভালো উত্তর-পূর্ব ভারতেই এই প্রথমবার প্রায় ১০,০০০ পাখিকে একসাথে রাখা, খাওয়ার ও স্নানের ব্যবস্থা করেছে এই ট্রাস্ট। পতিরাম এলাকায় ট্রাস্টে জমিতেই লোহার একটি কাঠামো তৈরি করা হয়েছে। সেখানে পাখিদের রাখতে প্রায় ২০০০ রংবেরঙের মাটির হাঁড়ি ঝোলানো হয়েছে। পাশাপাশি পাখিদের বাসস্থানের জন্য আরো ২০০০ কাঠের ঘর তৈরি করা হয়েছে। সেই সাথে পাখিদের খাবারের জন্য রয়েছে গম ও চাল । #siliguri #siligurinews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow