Siliguri : নেপালি কবি ভানু ভক্ত আচার্যের ২০৯ তম জন্মজয়ন্তী উদযাপন
Siliguri : নেপালি কবি ভানু ভক্ত আচার্যের ২০৯ তম জন্মজয়ন্তী উদযাপন
শিলিগুড়ি নেপালি আদি নেপালি কবি ভানু ভক্ত আচার্যের ২০৯ তম জন্মজয়ন্তী উদযাপন করলো শিলিগুড়ি ভানু ভক্ত জন্মজয়ন্তী উদযাপন সমিতি। শিলিগুড়ির জংশনে অবস্থিত ভানু ভক্তের মূর্তিতে খাদা ও মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সমিতির কর্মকর্তা ও সদস্যরা। আদি নেপালি কবি ভানু ভক্ত আচার্যের এদিন ২০৯ তম জন্ম জয়ন্তী উপলক্ষে গোটা পাহাড় জুড়ে দিনটিকে ভানু জয়ন্তী হিসেবে উদযাপন করছে পাহাড়ের মানুষ। একইভাবে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির জংশনে অবস্থিত ভানুভক্ত আচার্যের মূর্তিতে খাদা ও মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দিনটিকে উদযাপন করলো শিলিগুড়ি ভানু ভক্ত জন্মজয়ন্তী উদযাপন সমিতি। এ দিন কবিকে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি তার জীবনী এবং নেপালি ভাষায় রামায়ণ লেখার কাহিনী তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ শিলিগুড়ি ভানু ভক্ত জন্ম জয়ন্তী উদযাপন সমিতির কর্মকর্তা ও সদস্যরা। #breakingnews #newstoday #banglanews #westbengal #siliguri #darjeeling @ubanglatvofficial
What's Your Reaction?