Nadia : ঝাড়ু হতে মন্দির পরিষ্কার করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার : U Bangla TV
Nadia : ঝাড়ু হতে মন্দির পরিষ্কার করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার : U Bangla TV
আগামী ২২ তারিখে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। সেই উপলক্ষে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাসে রাম সীতার মন্দির ঝাড়ু হাতে পরিষ্কার এবং এলাকায় নগর সংকীর্তন করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উল্লেখ্য আগামী ২২ তারিখে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে গোটা দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিজেপি। শুধুমাত্র বিজেপি নয় অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারা বিভিন্ন পদ্ধতিতে পূজা অর্চনার মধ্য দিয়ে ওই দিনটিকে অন্যভাবে পালন করার প্রচার অভিযান চালাচ্ছে। এদিন কৃষ্ণগঞ্জ এর শিব নিবাস এলাকায় খোল কর্তাল হাতে নিয়ে এবং নিজেই খোল বাজিয়ে নগর সংকীর্তন এ মেতে উঠলেন রানাঘাট কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শুধুমাত্র নাম সংকীর্তন নয় ওই এলাকায় যে রাম সীতা মন্দির রয়েছে সেই মন্দির চত্বরও নিজেই ঝাড়ুহাতে পরিষ্কার করলেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী ২২ তারিখ ভারতবর্ষের একটি অন্যতম গর্বের দিন। পরাধীনতার দোহাই দিয়ে এর আগে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়নি। অনেকে ভেবেছিল ওই জায়গায় কখনোই রাম মন্দির স্থাপন করা সম্ভব নয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি সেটা সম্ভব করে দেখিয়েছে। রামের কৃপাতেই সেখানে নতুন করে ঐতিহাসিক রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে। তারা সেই কারণেই যে সমস্ত মন্দির মঠগুলি রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং ওই দিনটি যাতে নাম সংকীর্তন এবং পূজা অর্চনার মধ্যে দিয়ে পালন করা যায় তার পূর্ণ প্রচার চালাচ্ছেন। অন্যদিকে তিনি বলেন রাম মন্দিরের যে আমন্ত্রণপত্র এবং তার যে প্রসাদ বিতরণ চলছে সেই প্রসাদ বিতরণে গিয়ে তারা সাধারণ মানুষের প্রচুর উৎসাহ পেয়েছেন। #nadia #nadianews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?