Jalpaiguri : আর্ট গ্যালারীর দীর্ঘদিনের দাবি মিটতে চলেছে |
Jalpaiguri : আর্ট গ্যালারীর দীর্ঘদিনের দাবি মিটতে চলেছে |
সংস্কৃতি চর্চায় কোচবিহারের শিল্পীদের জন্য আর্ট গ্যালারী তৈরি হবে কোচবিহারে৷ গ্যালারীর সামনে বসবে কোচবিহারের রাজকন্যা গায়েত্রী দেবীর মূর্তি। কোচবিহার শহরের মাঝে ব্রাম্মমন্দির লাগোয়া জমিতে হবে এই চারতলা ভবনটি। কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ ও পুরসভার আধিকারিকরা এদিন এলাকা ঘুরে দেখেন৷ ব্রাম্মমন্দির লাগোয়া এই পরিত্যাক্ত জমিটি ছিল পুরসভার আওতায়৷ হেরিটেজ কমিটির সঙ্গে এব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান কোচবিহার জেলায় আর্ট গ্যালারীর দাবি দীর্ঘদিনের৷ হেরিটেজ কমিটির সঙ্গে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন সংস্কৃতি চর্চায় শিল্পীদের জন্য এই আর্ট গ্যালারীর তৈরি হবে । #newstoday #newsvideo #curentaffairs #jalpaiguri @ubanglatvofficial
What's Your Reaction?