Siliguri : এসটিএফের জালে কেএলও সংগঠনের সক্রিয় সদস্য : U Bangla TV

Siliguri : এসটিএফের জালে কেএলও সংগঠনের সক্রিয় সদস্য : U Bangla TV

Feb 10, 2024 - 13:23
 0  8

এবার এসটিএফের জালে কেএলও সংগঠনের সক্রিয় সদস্য। ধৃতের নাম তাপস রায়। শুক্রবার বিকেলে এসটিএফের তরফে তাকে গ্রেফতার করা হয়। এদিনই তাকে আদালতে পেশ করা হয়। ঘটনায় তদন্তের স্বার্থে ধৃতকে ১০দিনের রিমান্ডের নির্দেশ দেন বিচারক। জীবন সিংহ ঘনিষ্ঠ তাপস রায় নাগাল্যান্ড পুলিশের জালে ধরা পড়েছিল। পরবর্তীতে ধৃতকে আসাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। জেল হেফাজত কাটিয়ে ফের একবার জঙ্গী সংগঠনের সদস্য হিসেবে কাজ শুরু করে তাপস। সেসময় থেকেই এসটিএফের নজর ছিল তার ওপর। সম্প্রতি তাকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে সাড়া দিয়েই এদিন এসটিএফ অফিসে পৌঁছোয় তাপস। জিজ্ঞাসাবাদে অসংগতি ধরা পড়তেই তাকে গ্রেফতার করা হয়। #siliguri #siligurinews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow