Sikkim : আটকে পড়া প্রায় ৩০০ জন পর্যটককে উদ্ধার|

Sikkim : আটকে পড়া প্রায় ৩০০ জন পর্যটককে উদ্ধার|

Jun 17, 2023 - 18:36
 0  21

গত দুদিন ধরে প্রবল বর্ষনে সিকিমের একাধিক জায়গায় ধস সহ হরপা বানে অবরুদ্ধ হয়ে পড়ে সিকিমে একাধিক রাস্তা৷ শুধু উত্তর সিকিমেই আটকে পড়েন দেশ বিদেশের দুই হাজারেরও বেশি পর্যটক। উত্তর সিকিমের লাচেন, লাচুং ইয়াংথাম ভ্যালির সঙ্গে বাকি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ধস সরানোর কাজ। বৃষ্টির কারণে সেই কাজও ব্যাহত হচ্ছে বলে খবর। জলস্তর বেড়ে রীতিমতো ফুঁসছে তিস্তা, রঙ্গিত সহ একাধিক নদী। সিকিম প্রশাসন সুত্রে জানা গিয়েছে রাতভর উদ্ধার কাজ চলে। শনিবার বেলা ১২ টা পর্যন্ত প্রায় ৩০০ জন পর্যটককে উদ্ধার করে নিরাপদ দুরত্বে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারের জন্য একটি অস্থায়ী সেতু তৈরী করা হয়েছে। #newstoday #newsvideo #current_affairs #sikkim  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow