Jalpaiguri : দীর্ঘ প্রতীক্ষার অবসান : U Bangla TV |
Jalpaiguri : দীর্ঘ প্রতীক্ষার অবসান : U Bangla TV |
দীর্ঘ প্রতীক্ষার অবসান। বাঁশের সাঁকো থেকে অবশেষে প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে পাকা সেতু পেতে চলেছে ভারত-বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি খারিজা বেরুবাড়ি ২ ও নগর বেরবাড়ির ঢোলগ্রাম এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি (২) ঢোলোগ্রাম মন্দিরে ১৪০ বছর ধরে বারুণী তথা শ্রাবণী মেলা হয়। এছাড়াও সেখানকার যমুনা নদীর উত্তরাস্রোত রয়েছে। ফলে প্রতিবছর হাজার হাজার মানুষ পূজা দিতে আসেন। কিন্তু মন্দির যেতে হয় দুর্বল বাঁশের সাকোর উপর দিয়ে। সেখানেই সদর পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হবে ব্রীজ। সেই ব্রীজের কাজের শিলান্যাস হলো। উপস্থিত ছিলেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায়, সদর বিডিও মিহির কর্মকার, SJDA এর সদস্য কৃষ্ণ দাস সহ অনেকে।। সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় জানান প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হবে ব্রিজ টি । #jalpaiguri #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?