Nadia : ৪৪ বছর ধরে শান্তিপুরের হয়ে আসছে মা সিদ্ধেশ্বরীর দোলযাত্রা : U Bangla TV
Nadia : ৪৪ বছর ধরে শান্তিপুরের হয়ে আসছে মা সিদ্ধেশ্বরীর দোলযাত্রা : U Bangla TV
উৎসব এর শহর শান্তিপুর এর আবেগ ও ভালোবাসার নাম মা সিদ্ধেশ্বরী। এদিন অষ্টম দোলযাত্রা আর দোল পূর্ণিমার পর অষ্টমীতিথিতে বড়বাজারের প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। এই অষ্টম দোলে এখানে সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে যে নাট মন্দির আছে সেই নাট মন্দিরে সিদ্ধেশ্বরী মায়ের প্রতিরূপ স্বরূপ একটি ছোট্ট অষ্টধাতুর কালি মূর্তি এবং অষ্টধাতু র রাধা কৃষ্ণ মূর্তিকে পাশাপাশি রেখে দোলযাত্রা পালন করা হয়।মন্দিরে তার সাথে থাকেন মহা শিবলিঙ্গ ও গণেশের মূর্তি। নদীয়ার শান্তিপুর শাক্ত এবং বৈষ্ণব দুইয়ের মিলনস্থল। তাই এই শান্তিপুরে যেরকম শক্তি আরাধনা হয়,সেরকম হয় রাধাকৃষ্ণের আরাধনাও। ৪৪ বছর ধরে নদীয়ার শান্তিপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, কালী মায়ের দোল উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। দোল পূর্ণিমার দিনথেকে থেকে অষ্টমী তিথি অর্থাৎ অষ্টম দোল আর এই দোলকে কেন্দ্র করেই কালী মায়ের দোল উৎসব উদযাপন হচ্ছে মাতৃ মন্দিরে। মন্দিরের প্রধান সেবায়েত দিলীপ মুখার্জী জানান,তার ঠাকুরদার আমল থেকে এই অনুষ্ঠানের সূচনা করা হয়।দোল উৎসবের দিন থেকে অষ্টম দিন অর্থাৎ অষ্টম দোলের দিন এই পুজো বা কালির দোল উৎসব উদযাপন করা হয়।প্রথমে দোল উৎসবের মতোই ন্যাড়াপোড়া করা হয় মন্দির সংলগ্ন জায়গায়। তারপর সকালবেলায় অষ্টধাতুর কালি বিগ্রহ এবং রাধা কৃষ্ণের বিগ্রহ একত্রিত পাশাপাশি রেখে ভক্তবৃন্দের সম্মুখে নিয়ে আসা হয়।পদযুগলে দেয়া হয় আবির। তারপর দোল উৎসবে মেতে ওঠে আপামোর শান্তিপুর বাসি। যদিও এই উৎসবকে কেন্দ্র করে একাধিক নিয়ম, রীতি এবং পুজো করা হয় দেবী সিদ্ধিশ্বরীর এবং ভক্তবৃন্দের জন্য থাকে প্রসাদের ব্যবস্থা। তবে পুজো দিতে আসা এক ভক্ত জানাচ্ছেন,মায়ের কাছে মানত করলে খালি হাতে ফেরান না মা। তার ছেলের চাকরির জন্য মায়ের কাছে মানত করেছিলেন।বর্তমানে তার ছেলে পাইলট হয়েছে। তাই মায়ের কাছে এই বিশেষ দিনে পুজো দিতে এসেছেন তিনি। তবে কথায় আছে ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর।আজ রাধা কৃষ্ণের দোলের মতোই নদীয়ার শান্তিপুরে অনুষ্ঠিত হচ্ছে কালির দোল। #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?