Siliguri : সরকারি জায়গা দখলমুক্ত করতে পুর নিগমের অভিযান, ভেঙে দেওয়া হল দোকান |

Siliguri : সরকারি জায়গা দখলমুক্ত করতে পুর নিগমের অভিযান, ভেঙে দেওয়া হল দোকান |

Jun 10, 2023 - 12:10
Jun 10, 2023 - 14:24
 0  15

শহরে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে নানানভাবে দখল হয়ে রয়েছে সরকারি জায়গা। পুর নিগমের পক্ষ থেকে বারংবার জায়গা গুলিকে দখল মুক্ত করার আবেদন জানানো হলেও অনেকেই তাতে কর্ণপাত করেনি। ফলে কড়া হাতেই দখল মুক্ত করার অভিযানে নামে শিলিগুড়ি পুর নিগম। ইতিমধ্যে বেশ কিছু সরকারী জায়গা দখল মুক্ত করেছে শিলিগুড়ি পুর নিগম। শনিবারও শহরের ২৮ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী নদী সংলগ্ন এলাকায় পুর নিগমের জায়গা দখল করে থাকা একটি টিনের বাড়ি ও দোকান ভেঙে দেওয়া হয়। এদিন শিলিগুড়ি পুর নিগম ও পুলিশের সহযোগিতায় সরকারি জমি দখলমুক্ত অভিযানের নামা হয়। অভিযানে মুলত, কোনভাবেই সরকারি জায়গা দখল করা চলবে না শহরবাসীর কাছে এমনই বার্তা দিতে চলেছে শিলিগুড়ি পুর নিগম। #newstoday #newsvideo #curentaffairs #siliguri #siligurinews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow