Siliguri : শিলিগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ : U Bangla TV

Siliguri : শিলিগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ : U Bangla TV

Mar 18, 2024 - 19:12
 0  2

ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের আওয়াজ জানান দিচ্ছে দূয়ারে লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেেই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশন। মোট ৫৪৩ আসনের নির্বাচন হবে ৭ দফায়৷ রাজ্যেও ৭ দফায় হবে নির্বাচন। প্রথম দফা শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের কোচবিহার,আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। দ্বিতীয় দফায় ভোট হবে ২৬ এপ্রিল। বালুরঘাট, রায়গঞ্জের পাশাপাশি দার্জিলিং জেলাতে ভোট হবে দ্বিতীয় দফায়। এই ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ হয় তাই অনেক আগে থেকেই অর্থাৎ গত ১ মার্চ রাজ্যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল। শিলিগুড়িতে পাঠানো হয় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তখন থেকেই নিয়মিত তারা রুট মার্চ করেন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। সোমবার বিকেলেও শিলিগুড়ির বিধান রোড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। পাশাপাশি এদিন বাঘাযতীন পার্ক, সুভাষপল্লি, পানিট্যাঙ্কি মোড় সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা যায়। আগামীদিনেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলবে বলে জানা গিয়েছে। অপরদিকে রাজ্যে সবচেয়ে বেশি কেন্দ্রিয়বাহিনী পাঠানো হবে বলে ইতিমধ্যেই সরব হয়েছে একাধিক রাজনৈতিক মহল। তবে এই সবের মাঝেই ভোট শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশন। তাই ভোটের পূর্বে মানুষের মধ্যে শান্তিপূর্ণ ভোটের বার্তা তুলে দিতে জায়গায় জায়গায় করা হচ্ছে রুট মার্চ। এরফলে কোথাও না কোথাও মানুষের মনে শান্তিপূর্ণ নির্বাচন ঘটবে বলে আশা জাগবে, এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। #siliguri #siligurinews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow