Siliguri | বড়মার নিরঞ্জনে দমকল শিলিগুড়িতে | U Bangla TV

Siliguri | বড়মার নিরঞ্জনে দমকল শিলিগুড়িতে | U Bangla TV

Nov 18, 2023 - 17:35
 0  6

এবছর শ্যামা পুজোয় শহর শিলিগুড়ি অন্যতম আকর্ষণ ছিল সবার বড় মা। শিলিগুড়ি হায়দার পাড়া মায়াদেবি ক্লাবের প্রায় ২৫ ফুট লম্বা নৈহাটির বড়মা'র আদলে শ্যামা প্রতিমা সকলের আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছিল পুজোর আগে থেকেই। পুজোর দিনগুলোতে মায়ের দর্শনের জন্য শহর শিলিগুড়ির পাশাপাশি দুর দুরান্ত থেকেও দর্শনার্থীরা ছুটে আসেন শিলিগুড়ির বড়মা'র কাছে। বড়মাকে দেখতে দর্শনার্থীদের ভিড় জমে উঠেছিল পুজো চত্বরে। চারদিন ধরে নিষ্ঠা সহকারে পুজো, অর্চনার পর বৃহস্পতিবার  সুসজ্জিত ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঢাকের তালে তালে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে ঘট বিসর্জনের মধ্য দিয়ে নিরঞ্জনের প্রথম পর্ব সমাপ্ত হয়।  কিন্তু বিশাল উচ্চতার এই বড়মা'র প্রতিমা কি করে নিরঞ্জন করা হবে তা দিয়ে চিন্তার ভাজ ছিল পুজো উদ্যোক্তাদের কপালে। শুক্রবার গভীর রাতে পুরনিগম থেকে  জলের দুটি গাড়ি দেয়া হলেও প্যান্ডেল চত্বরে প্রতিমা নিরঞ্জনে কোন কাজ না হওয়াতে খবর দেওয়া হয় দমকল দপ্তরে। প্রতিমা নীলাঞ্জন করতে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও বেশ কয়েকজন দমকল কর্মী। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে বড়মা  নীলাঞ্জনের পালা শেষ হয়। বিগত কয়েকদিনের মায়ের আনন্দ   ও পুজোর আগে থেকে কয়েক মাস প্রতিমা তৈরীর পর্বের পর মন ভার ছিল পুজো উদ্যোক্তাদের মধ্যে। তা সত্বেও বড়মার জয়ধ্বনির মধ্য দিয়ে এবারের মত বিদায় জানানো হয় সবার বড়মা'কে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow