Siliguri | বাঘাযতীন অথেন্টিসি ক্লাবের ম্যারাথন প্রতিযোগিতা | U Bangla TV
Siliguri | বাঘাযতীন অথেন্টিসি ক্লাবের ম্যারাথন প্রতিযোগিতা | U Bangla TV
মহালয়ার মধ্য দিয়ে সূচনা হলো দুর্গাপুজোর। পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের শুরুর দিনটি মহালয়ায় তর্পন ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মন্ত্র পাঠের মধ্য দিয়ে সূচনা দুর্গাপুজোর। শহর শিলিগুড়িতে বিভিন্ন নদীর পার গুলোতে তর্পনের পাশাপাশি বাঘাযতীন অথেন্টিসি ক্লাবের ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয় শিলিগুড়িতে। একদিকে যখন বিভিন্ন নদীর পাড় গুলোতে তর্পন চলে অন্যদিকে ৩৮ বছর ধরে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ ও প্রতিবেশী রাজ্য ও রাষ্ট্র থেকে অ্যাথলেটিক্সরা অংশ নিয়ে থাকেন এই মহালয়া ম্যারাথনে। শনিবার শিলিগুড়ি কলেজে সামনে থেকে ম্যারাথনের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ সীমা সুরক্ষা বলের ডিআইজি, এলাকার কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা। দুটি বিভাগের ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় নারী-পুরুষ নির্বিশেষে অংশগ্রহণ করে প্রায় ৪০০ জন প্রতিযোগীরা। সাথে এসএসবির জওয়ানরাও দৌড়ে অংশের পাশাপাশি সেনা জওয়ানদের কন্ঠে সংগীত সকালের পরিবেশ মুগ্ধ হয় সকলকে। এদিনের দৌড় প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিম্পিয়া তথা প্রাক্তন হকি দলের ক্যাপ্টেন ভরত ছেত্রী। ম্যারাথন প্রতিযোগিতার আরো একটি বিশেষ কারণ হিসেবে এদিন লক্ষ্য করা গেল কোচবিহার থেকে আগত সাত বছরের রাজীব রায়ের থেকে ৭৫ বছরের বয়স জ্যেষ্ঠরা এদিনের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কার্যত মহালয়ার দিনে সকলের সুস্থতা কামনা করে ও নতুন প্রজন্মকে খেলার প্রতি আকর্ষণ বাড়াতে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকে শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব।
What's Your Reaction?