Siliguri : পুলিশের জালে আন্তর্জাতিক অসাধু চক্রের পান্ডা : U Bangla TV

Siliguri : পুলিশের জালে আন্তর্জাতিক অসাধু চক্রের পান্ডা : U Bangla TV

May 17, 2024 - 18:32
 0  8

তিনটি সিমবক্স ও বেশ কিছু অবৈধ জিনিস সহ এক যুবককে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ধৃতের নাম সাব্বির আলি(৩০)। শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালী মোড় থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের বাড়ি সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের কোয়ারবাড়ি এলাকায়। জানা গিয়েছে পুলিশের কাছে খবর ছিল জটিয়াকালী মোড়ের একটি দোকানে অবৈধভাবে আধার কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন অবৈধ কাজ করা হয়। সেই খবরের ভিত্তিতে অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, গোয়েন্দা দফতর ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জটিয়াকালী মোড়ে ওই যুবকের দোকানে তলাশি চালাতেই অভিযানকারীদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। যুবকের দোকান থেকে উদ্ধার হয় তিনটি সিমবক্স। বেশ কয়েকটি সিম, রাউটার, কম্পিউটার সহ বেশ কিছু নথি। সিমবক্স আসলে হাতিয়ার হয়ে উঠছে সাইবার জালিয়াতির। এটা এমন এক যন্ত্র যার সাহায্যে আন্তর্জাতিক কলকে লোকাল কল হিসেবে দেখানো যায়। সেই কারণেই এর ব্যবহার এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অপরাধীদের কাছে। সহজ ভাষায় বলতে গেলে, সিমবক্স হল এক ধরনের সিম ব্যাংক। এর মধ্যে শতাধিক সিম কার্ড ঢোকানো যায়। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বিদেশ থেকে আসা কলকে লোকাল নম্বরে ডাইভার্ট করে দেওয়া যায় সিমবক্সের সাহায্যে। এর ফলে আন্তর্জাতিক অপরাধকে লুকিয়ে রাখা যায়। এখানেই শেষ নয়। টাওয়ার লোকেশনও চিহ্নিত করা অত্যন্ত কঠিন হয়ে যায়। তাছাড়া তুলনামূলক ভাবে কলের খরচও অনেক কম। এই বক্সে এমন বিশেষ পদ্ধতি ব্যবহার করা যায় যার সাহায্যে এই সিমের লোকেশন চিহ্নিত করা কিংবা সেটিকে ব্লক করাও সম্ভব হয় না। তাই অন্ধকার দুনিয়ায় এর এত কদর। পুলিশের প্রাথমিক অনুমান দুবাই,জাপান,পাকিস্তান সহ বিভিন্ন দেশের সাথে ধৃতের যোগাযোগ রয়েছে। কোন আন্তর্জাতিক অসাধু চক্রের সঙ্গে সাব্বিরের যোগাযোগ রয়েছে বলেও পুলিশের অনুমান।ধৃতকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। #banglanews #newstoday #siliguri #siligurinews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow