Siliguri : দুর্ঘটনা রুখবার ভাবনা নিয়ে ভুগর্ভস্থ বিদ্যুৎ পরিশেবার উদ্যগ
Siliguri : দুর্ঘটনা রুখবার ভাবনা নিয়ে ভুগর্ভস্থ বিদ্যুৎ পরিশেবার উদ্যগ
রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস পুর বোর্ডে ক্ষমতায় আসার পর শহরকে সৌন্দর্যায়ন ও দুর্ঘটনা রুখতে শহরের মুল সরক সহ বেশ কিছু গুরুত্ব রাস্তার উপর থেকে বিদ্যুৎ এর তার সরিয়ে তা ভূগর্ভস্থ নিয়ে যাওয়ার ভাবনা নেয় শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে একাধিকবার রাজ্যের বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে আলোচনাও সারেন তিনি।অবশেষে মেলে ছারপত্র।খুব শিঘ্রই শিলিগুড়ি শহরের রাস্তার উপর থেকে সরে ভুগর্ভস্থে স্থান পাবে বিদ্যুৎ এর কেবল তার।বুধবার রাজ্যে বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এমনটায় জানালেন পুরসভার মেয়র গৌতম দেব। তিনি জানান,বিদ্যুতের কেবল তার মাটির উপরে থাকায় নানান সমস্যার সুন্মুখিন হতে হচ্ছিল শহরবাসীর। যানযটের সমস্যাও এক মুখ্য কারন বলে জানান মেয়র গৌতম দেব। তিনি জানান,হিলকার্ট,সেবক রোড,বিধান রোড সহ শহরের ১৬টি ওয়ার্ডের বেশ কিছু অংশকে এর আওতায় আনা হবে।এর ফলে বিদ্যুৎ বন্টন যেমন সুষ্ঠ ভাবে হবে তেমনই বিদ্যুতের খরচের পাশাপাশি সৌন্দর্যায়ন বৃদ্ধি ও যানযট সমস্যা কিছুটা হলেও নিরসন হবে।।#breakingnews #newstoday #tmc #siliguri #siligurinews #westbengal #goutamdeb #newslive #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?