Siliguri : অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি এলাকা পরিদর্শনে মেয়র : U Bangla TV
Siliguri : অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি এলাকা পরিদর্শনে মেয়র : U Bangla TV
অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি, এলাকা পরিদর্শনে মেয়রশিলিগুড়ি: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের ডিএস কলোনিতে। সোমবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত দুটো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লাগার আঁচ পেয়ে বাড়ির লোকজনই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি পাড়া প্রতিবেশীরাও আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।। ফলে আগুন আশেপাশে ছড়িয়ে পড়তে পারে নি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর না থাকলেও আগুনের গ্রাসে চলে গেছে একটি বাড়ি। এর ফলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশও। কিভাবে এই আগুন লাগল তা এখনো জানা যায়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ,পাশাপাশি বাড়িগুলোতেও ব্যাপক আতঙ্ক ছড়ায়। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঐ এলাকায় যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন মেয়র। #siliguri #siligurinews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?