Kolkata : ১০৫ তম জন্মবার্ষিকীতে অমলাশঙ্করকে শ্রদ্ধাঞ্জলী : U Bangla TV

Kolkata : ১০৫ তম জন্মবার্ষিকীতে অমলাশঙ্করকে শ্রদ্ধাঞ্জলী : U Bangla TV

Jun 29, 2024 - 19:12
 0  4

নৃত্যশৈলীতেই কিংবদন্তী নৃত্যশিল্পী অমলা শঙ্করকে শ্রদ্ধাঞ্জলি জানালেন তাঁর মেয়ে মমতা শঙ্কর। প্রয়াত নৃত্যশিল্পীর ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন 'মমতা শঙ্কর ডান্স কোম্পানি'র। অমলা শঙ্করের প্রতিকৃতিতেপরিবারের মানুষ এবং তাঁর গুণমুগ্ধদের পুস্প অর্পণ মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ব্যালে নৃত্যের ক্ষেত্রে অমলা শঙ্কর বিশ্বব্যাপী পরিচিত নাম । শুধু তাই নয়, নৃত্যের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি ।তাঁর ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে চণ্ডালিকা নৃত্যনাট্য পরিবেশন করেন 'মমতা শঙ্কর ডান্স কোম্পানি'র ছাত্রীরা। বিশেষ চরিত্রে অভিনয় করেন মমতা শঙ্কর। শুধু নাচ নয় পাশাপাশি অমলা শঙ্কর এর অভিনীত বিভিন্ন সিনেমার কোলজ দিয়ে একটি অডিও-ভিজ্যুয়াল কোলাজ দর্শকদের সামনে উপস্থান করা হয়। মমতা শঙ্কর বলেন, মা জীবনে সবকিছু পেয়েছেন। সবকিছু দেখেছেন, এটাই আমার শান্তি। আজকের দিনটা তাকে আরও বেশি করে মনে পড়ে। তিনি এক হাতে সব সামলেছিলেন। রবীন্দ্র সদনে আয়োজিত এই অনুষ্ঠান দেখতে সভাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ। #kolkatanews #kolkata #bangladesh #newstoday #viralvideo #mamatashankar  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow