Sikkim : কালিম্পং - দার্জিলিং যোগাযোগ বন্ধ : U Bangla TV

Sikkim : কালিম্পং - দার্জিলিং যোগাযোগ বন্ধ : U Bangla TV

Jul 12, 2024 - 18:34
 0  129

একবার-দুবার নয়। চলতি বছরের ২৩ মার্চ থেকে ১১ বার অবরুদ্ধ হয়েছে ওই জাতীয় সড়ক। শেষবার এগারো দিন থেকে বন্ধ আছে।‘লাইফ লাইন’ নামে পরিচিত গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক,
লাগাতার বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কে ধস যেন লেগেই রয়েছে। কালিম্পংয়ের মেল্লিতে ফের ধস নামে। লামাহাটা যাওয়ার রাস্তাও আপাতত বন্ধ রয়েছে।১০ নম্বর জাতীয় সড়কে ব্রিক ধারার কাছে ২১ মাইলে  নতুন করে ধ্বস নামায় রাস্তা পুরোপুরি তিস্তা গর্ভে।১০ নম্বর জাতীয় সড়ক সারাই করতে আরো সময়সীমার প্রয়োজন বলে জানা গেছে। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা আবার তিস্তার জলের তলায় চলে যাওয়ায় আপাতত কালিম্পং দার্জিলিং যোগাযোগ বন্ধ।জাতীয় সড়কের এমন পরিস্থিতি দেখে ট্যুর অপারেটরা সিকিমের পুজোর বুকিং নেওয়ার ক্ষেত্রে দোলাচলে 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow