এশিয়ার প্রাচীনতম পাওয়ার স্টেশনের মধ্যে অন্যতম সিদ্রাপং হাইড্রো পাওয়ার স্টেশন | U Bangla TV

এশিয়ার প্রাচীনতম পাওয়ার স্টেশনের মধ্যে অন্যতম সিদ্রাপং হাইড্রো পাওয়ার স্টেশন । এর বয়স ১২৬ বছর। কিন্তু বিদ্যুৎ বিভাগ চায় পুরোনো মেশিন ও অন্যান্য উপকরণ পুরানো জায়গা থেকে সরিয়ে উপরের কক্ষে যাদুঘর করতে। কিন্তু এদিন ওয়ার্ল্ড হেরিটেজ ডে উপলক্ষে রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষন সমিতির সদস্যরা এর প্রতিবাদ করেছেন। রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষন সমিতির সাধারণ সম্পাদক জীবন ভান্ডারী বলেন, "এই হাইড্রো প্রকল্পটি আগে পৌরসভার অধীনে ছিল। কিন্তু পরে এটি ১৯৭৮ সালে বিদ্যুৎ বিভাগের কাছে লিজ দেওয়া হয়েছিল"। তিনি আরও জানান, সিদ্রাপং হাইড্রো প্রকল্প সংরক্ষণের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজের প্রধান আহ্বায়কের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। Indian National Trust for Art & Cultural Heritage এর সদস্য ভারত প্রকাশ রাই বলেন, "এটি একটি ঐতিহ্যবাহী স্থান এবং আমরা এটিকে সংরক্ষণ করতে চাই তবে এই পুরানো উপকরণগুলিকে স্থানান্তরিত হতে দেব না”। তিনি আরও বলেন, " আমাদের দাবি পূরণ করতে ব্যর্থ হলে আমরা উচ্চ আদালতে যাব"

Apr 19, 2023 - 19:40
 0  2

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow