Purulia : সকালে এসে পৌঁছালো একই পরিবারের দুই ভাইয়ের কফিন বন্দি মৃত দেহ

Purulia : সকালে এসে পৌঁছালো একই পরিবারের দুই ভাইয়ের কফিন বন্দি মৃত দেহ

Jun 6, 2023 - 16:18
 0  3

শ্রমিকের কাজের জন্য যাচ্ছিলেন চেন্নাইয়ে, কিন্তু চেন্নাইয়ে পৌঁছানোর আগেই বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিমেষের মধ্যে যেন সব ওলটপালট হয়ে গেল।পরিবারের দাবি, এলাকায় কাজ না থাকায় এর আগেও বহুবার মতিলাল শবর ও জ্যোতিলাল শবর কাজের জন্য পাড়ি দিয়ে ছিলেন ভিন রাজ্যে। বেশ কিছু মাস কাজ করার পরে কয়েক মাস আগেও বাড়ি ফিরে এসে ছিলেন। কিন্তু এবারে সেই আগের মতো করে বাড়ি ফেরা হলো না। দীর্ঘ রাস্তা অ্যাম্বুলেন্সে কফিন বন্দী হয়ে বাড়তে পৌঁছালো দুই ভাইয়ের নিথর দেহ।মতিলাল শবর ও জ্যোতিলাল শবর দুই ভাইয়ের মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই গোটা এলাকা জুড়ে নেমে এলো শোকের ছায়া। পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন চারিদিকে শুধু প্রিয় মানুষ হারানোর কান্নার আওয়াজ। প্রশাসনিক তৎপরতায় তাদের দেহ এসে পৌঁছায় পুরুলিয়ার জেলার বান্দোয়ানের ঘাঘরা গ্রামে। গোটা পরিবার সহ এলাকার সমস্ত মানুষ কান্নায় ভেঙে পড়ে। তারা এতটাই মানসিকভাবে দুর্বল হয়ে যে সংবাদ মাধ্যমের কাছে কোনো বলতে পারেনি। মতিলাল শবর ও জ্যোতিলাল শবর এর পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা মা, তাদের দুই ভাইয়ের দুই স্ত্রী, ও মতিলাল এর তিন সন্তান ও জ্যোতিলাল শবরের একটি পুত্র সন্তান।গতকাল সোমবার পুরুলিয়ার জেলা প্রশাসন ও বান্দোয়ান ব্লক প্রশাসনের আধিকারিকরা তাদের বাড়িতে এসে পরিবারের সাথে কথা বলেন এবং সমস্ত রকম সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। #newstoday #news #coromandelexpressaccident #baleshwar #purulia  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow