Malda : বেকার যুবক যুবতীদের স্বার্থে নয়া প্রকল্প চালু করেছে রাজ্য সরকার

Apr 11, 2023 - 14:34
Apr 11, 2023 - 14:59
 0  2

মালদা তে পঞ্চায়েত ভোটের আগে ফের বেকার যুবক যুবতীদের স্বার্থে নয়া প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সরকারের তরফে বেকার যুবকদের ব্যবসা করার জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পরিষেবা চালু করা হয়েছে।দুয়ারে সরকার শিবিরে সেই প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে।এককালীন পাঁচ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে সেই প্রকল্পে।পরিপ্রেক্ষিতে সোমবার  হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সভা কক্ষে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে এ প্রকল্পের ফর্ম ফিলাপ করানো হয়েছে। প্রায় হাজার খানেক ব্যবসায়ী এই প্রকল্পের ফর্ম ফিলাপ করেন। সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু , হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডাবলু রজক, সম্পাদক পবন কেডিয়া সহ অন্যান্য ব্যবসায়ীরা।জয়ন্ত কুণ্ডু জানান, মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ী ও বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে অনলাইনে ফর্ম জমা নেওয়ার কথা। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ী সমিতির সভাকক্ষে আবেদনপত্রগুলি জমা নেওয়া হল। সহজ শর্তে ১৮ থেকে ৪৫ বছরের যুবকরা ঋণ পাবেন। ছোট দোকান মালিকরাও এর সুবিধা পেয়ে থাকবেন। মালদার জেলা শাসক এবিষয়ে ব্যবসায়ী সমিতিদের বিপুলভাবে সহযোগিতা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে জেলায় অর্থনীতির ব্যবস্থা আরও ভালো হবে। #youtube #malda #maldanews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow