Purulia : টিকিট না পেয়েও ক্ষোভ প্রকাশ করলো না|
Purulia : টিকিট না পেয়েও ক্ষোভ প্রকাশ করলো না|
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের জন্য টিকিট না পেয়েও দলের প্রতি কোনো রূপ ক্ষোভ প্রকাশ করলো না পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি।এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলার বলরামপুর পঞ্চায়েত সমিতির আসনে টিকিট পেলো না বলরামপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি নিতাই মন্ডল। উল্লেখ্য, গত ২০১৮ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বলরামপুর পঞ্চায়েত সমিতির মোট ২০ টি আসনের মধ্যে বিজেপি ১৭ টি আসনে জয়ী হয়, এবং তৃণমূল কংগ্রেস ৩ টি আসনে জয়ী হয়।বলরামপুরে ভরাডুবি হয় তৃণমূলের, তবে নিতাই মন্ডলের নেতৃত্বে ৯ জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করাই বলরামপুরে হারানো জমি পুনরায় ফিরে পায় তৃণমূল কংগ্রেস। বলরামপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস সভাপতি করা হয় নিতাই মন্ডলকে । #newstoday #newsvideo #current_affairs #purulia #panchayatelection @ubanglatvofficial
What's Your Reaction?