‘যা বলেছি নিখাদ সত্যি’, সংসদের রেকর্ড থেকে ‘হিন্দু’ মন্তব্য সরানোয় স্পিকারকে নালিশ রাহুলের
প্রতিবাদী চিঠিতে তাঁর মন্তব্য পুনরুদ্ধারেরও দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।
1.
মঙ্গলবার বিরোধী দলনেতা হিসাবে নিজের প্রথম ভাষণে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, হিন্দুরা নয়, হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি (BJP)। স্পিকার ওম বিড়লার (Om Birla) নির্দেশে সংসদের রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে রাহুলের ওই মন্তব্য। এর প্রতিবাদে স্পিকারকে চিঠি দিলেন কংগ্রস (Congress) সাংসদ। প্রতিবাদী চিঠিতে তিনি জানান, তাঁর বক্তব্যের ওই অংশ সংসদের ৩৮০ ধারার মধ্যে পড়ে না। যা বক্তব্য সরানো বা মুছে ফেলার অনুমতি দেয়। এইসঙ্গে বিরোধী দলনেতা দাবি করেছেন, তিনি যা বলেছেন তা আসলে ‘নিখাদ সত্যি’। পাশাপাশি সংসদের রেকর্ড থেকে সরিয়ে দেওয়া তাঁর মন্তব্য পুনরুদ্ধারেরও অনুরোধ করেছেন রাহুল।
What's Your Reaction?