Purulia : আদিবাসীদের সার্বিক বিকাশে একাধিক উদ্যোগ : U Bangla TV

Purulia : আদিবাসীদের সার্বিক বিকাশে একাধিক উদ্যোগ : U Bangla TV

Mar 4, 2024 - 13:02
 0  4

আদিবাসীদের সার্বিক বিকাশে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া মানুষদের সামনে সারিতে নিয়ে আসার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘জয় জোহার’ প্রকল্প। এই প্রকল্পের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলায় জেলায় জয় জোহার মেলা শুরু হয়েছে। রাজ্যে ১৫ টি জেলার ১০২ টি আদিবাসী অধ্যুষিত ব্লকে এই মেলা শুরু হয়েছে। আগামী ৫ মার্চ পর্যন্ত এই মেলা চলবে। রাজ্যের অন্যান জেলার পাশাপাশি পুরুলিয়া জেলার বরাবাজার ইন্দট্যাঁড় ময়দানে বরাবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় রবিবার থেকে শুরু হয় জয় জোহার মেলা। ধমসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের তালে মেলায় আসা অতিথিদের ফুল ছুড়ে স্বাগত জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তারপর চন্দনের ফোঁটা ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করে নেন। বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন ব্লক আধিকারিক জেলা নেত্রী সুমিতা সিংহ মল্ল প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেছিলেন । উপস্থিত ছিলেন- বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, বরাবাজার ব্লক আধিকারিক ঋদ্ধিবান চ্যাটার্জী, মানবাজার SDO অনুজ প্রতাপ সিংহ,BCW মৌমিতা মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাঁসদা, সহকারী সভাপতি চিত্তরঞ্জন মাহাতো, মৎস্য ও প্রাণী সম্পদ এর কর্মাধ্যক্ষ তথা জেলা নেত্রী সুমিতা সিংহ মল্ল, তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি লম্বোদর মাহাতো, জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র মাহাতো, শিবানী মাহাতো,পূর্ত কর্মদক্ষ শশধর মুদি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুণ মাহাতো,মিরা সিংহ সহ বিশিষ্ট জনেরা। রবিবারের এই জয় জোহার মেলা প্রসঙ্গে বিধায়ক রাজিব লোচন সরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । তিনি আরো বলেন গরিষ্ঠ নাগরিকদের সম্মান জানানো এবং আদিবাসী সম্প্রদায়ের সকল মানুষকে সম্মান জানানোর জন্য পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের সরকার এই মেলার আয়োজন করেছেন। #purulia #purulianews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow