Purulia : সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে পথ মিছিল : U Bangla TV
Purulia : সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে পথ মিছিল : U Bangla TV
মূলত সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করে থাকে পুলিশ প্রশাসন। কিন্তু এবার,,, ঠিক অন্য ছবি দেখা গেল পুরুলিয়া জেলার বলরামপুরে। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক বিশেষ কর্মসূচিতে নামলেন পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘ। জানা যায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি নিয়ে সরব হয়েছেন রাজ্যের সমস্ত ছোট-বড় গাড়ির চালকেরা। শনিবার বলরামপুর শহরে একটি বেসরকারি ধর্মশালায় রক্তদান শিবিরের মাধ্যমে তাদের এই কর্মসূচির শুভরাম্ভ হয়। উক্ত শিবিরে প্রায় ৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। এরপর তাদেরই উদ্যোগে শুরু হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। যে কর্মসূচিতে গাড়ি চালক ও পথচলতি মানুষকে সচেতনতার বার্তা দিতে পথ মিছিলে হাঁটেন প্রায় ৩০০ জনেরও বেশি গাড়ি চালকেরা। মিছিলটি বলরামপুর শহরের চকবাজার, বাসস্ট্যান্ড, পুরনো পোস্ট অফিস মোড় হয়ে ধর্মশালা এসে শেষ হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘের সুপ্রিমো চন্দন ভট্টাচার্য, সভাপতি বনমালী দাস টুডু, সহ-সভাপতি গণেশ মাহাতো, সম্পাদক গোবিন্দ দাস, সহ-সম্পাদক প্রদীপ ঘোষ, কোষাধ্যক্ষ চন্দন সেনাপতি ও জেলা থেকে উপস্থিত ছিলেন ভৈরব মাহাতো, বিষ্ণুচরণ মাহাতো, রূপচাঁদ মাহাতো, বুলেট মাহাতো, অশোক মাহাত সহ সমস্ত গাড়ি চালকেরা। #purulia #purulianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?