Kolkata : সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে নারী দিবস উদযাপন। : U Bangla TV
Kolkata : সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে নারী দিবস উদযাপন। : U Bangla TV
৯ই মার্চ, শনিবার ঠিক বিকেল পাঁচটায়, শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে সুন্দর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে, আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো, উপস্থিত ছিলেন সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক সঞ্জীব আচার্য এবং নিবেদিতা আচার্য সহ , উপস্থিত ছিলেন লীলাবতী মল্লিক ,কণিকা বিশ্বাস, তৃষ্ণা বসু, সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান শুরু হয় দুটি গনসংগীত এর মধ্য দিয়ে এবং নারীদের সম্মান জানাতে, প্রদীপ জ্বালিয়ে বরণের মধ্য দিয়ে ও গোলাপের পাপড়ি ছড়িয়ে নারীদের সম্মান জানিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বেশকিছু নারীদের সম্মান তুলে দেন, যাদের পরিবারের সবাই থেকেও কেউ পাশে নাই, যারা নিজেদের জীবন বিপন্ন করে , মনকে শক্ত করে, নিজেদের ছেলে মেয়েদের জীবন তৈরি করছেন ও ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দিচ্ছেন। মেয়েদের স্কুলে পড়াশোনা করাচ্ছেন, কেউ বা ক্যান্সারে আক্রান্ত হয়েও নিজের মনকে শক্ত করে, সামান্য কাজ করে, নিজের পরিবারকে বাঁচিয়ে রেখেছেন, কেউ সামান্য একটা চায়ের দোকান চালিয়ে নিজের মাকে সঙ্গে নিয়ে জীবন অতিবাহিত করছেন, মায়ের চিকিৎসা চালাচ্ছেন, কেউ আবার সারাদিন রোদ ,জল, ঝড়, বৃষ্টিতে ছুটে, ছোট ছোট ছেলে মেয়েদের টিউশুনি পড়িয়ে নিজের সংসার চালাচ্ছেন, আবার যে সকল মহিলারা, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে থেকে দেখাশোনা করছেন, থ্যালাসিমিয়া সম্বন্ধে মানুষকে সজাগ করার চেষ্টা করছেন তাদের কেউ সম্মানিত করলেন। প্রায় কয়েকশো মহিলা বিভিন্ন জেলা থেকে উপস্থিত হন, তাই নয় থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট ছোট ছেলেমেয়েরাও উপস্থিতি দেখা যায়এই বিশেষ দিনে #newstoday #kolkata #kolkatanews @ubanglatvofficial
What's Your Reaction?