Purulia : বরাবাজার শহরের রাস্তায় থাকা একাধিক সৌর বাতি চুরি : U Bangla TV
Purulia : বরাবাজার শহরের রাস্তায় থাকা একাধিক সৌর বাতি চুরি : U Bangla TV
একসময় বরাবাজার শহরের বিভিন্নস্থানে বসানো হয়েছিল সৌর বাতি। সৌর বাতি বসানোর ফলে অন্ধকার রাস্তা গুলি হয়ে উঠেছিল আলোকিত। তাতে এলাকার মানুষের রাতের অন্ধকারে চলাফেরা করতে খুবই সুবিধা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে বরাবাজার শহরের বিভিন্ন স্থানের সৌর বাতি, সৌর বাতির ব্যাটারি চুরি হয়ে গেছে শুধু তাই নয়, এখনো পর্যন্ত এলাকায় যে কটি সৌর বাতি আছে সেগুলোও রাতের অন্ধকারে একটা একটা করে চুরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা স্বপন ও সুবোধ সিংহ দেব, চন্দন সিংহ মল্লরা বলেন কয়েক দিন আগে বরাবাজার রাজা পাড়ায় রাতের অন্ধকারে দুটি সৌর বাতির ব্যাটারি ও তার সমগ্র সরঞ্জাম খোয়া গেছে । শুধু তাই নয় পুরুলিয়া কোটের আইনজীবী বিজয় কুমার সিং বলেন বরাবাজার শহরের দিনের পর দিন চুরির সংখ্যা বেড়ে চলেছে এর পূর্বে বরাবাজার রাজা পাড়ায় অনন্তকালী চুরি হয়ে গেল। প্রশাসন কিছু করতে পারেনি তাই কালিও উদ্ধার হয়নি। পরবর্তীকালে বরাবাজার জয়নগর পাড়ার কল্যানেশ্বরী কালীমন্দিরে মা কালীর সমস্ত অলংকার খোয়া গেল কিন্তু এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানায়।তবে এই বিষয়ে বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋদ্ধিবান চ্যাটার্জি বলেন তিন দিনের মধ্যে একটি কমিটি গঠন করে সোলার বাতির সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। এবং যারা রাতের অন্ধকারে সোলার বাতির ব্যাটারি সহ সমস্ত সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছে সেই চোররা যাতে শীগ্রই ধরা পড়ে এই বিষয়ে বরাবাজার থানার আইসির সাথে কথা বলবেন। #purulia #purulia_status #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?