Purulia | ঐতিহ্যবাহী 'কাড়া লড়াই'-এ মাতলো পুরুলিয়া | U Bangla TV
Purulia | ঐতিহ্যবাহী 'কাড়া লড়াই'-এ মাতলো পুরুলিয়া | U Bangla TV
শীতের পড়তো না পড়তেই শুরু হল পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী পুরুষ মহিষের লড়াই। যাকে স্থানীয় ভাষায় কাড়া লড়াই বলা হয়। আর এই কাড়া লড়াই দেখতে ভিড় জমান দূর-দূরান্তের মানুষ। রোদকে উপেক্ষা করেই সোমবার পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত বানজোড়া অঞ্চলের পাথরাঘাট কাড়া লড়াই মাঠে অনুষ্ঠিত হল এক দিবসীয় কাড়া লড়াই। নিয়ম হল দেহের গঠন ও শক্তিতে তুল্য মূল্য দুটি কাড়াকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেই প্রাকৃতিক নিয়মে তারা লড়াই শুরু করে দেয়। এরপর পরাজিত কাড়া পালিয়ে গেলে বিজয়ী কাড়ার মালিক পুরস্কার জেতেন।কাড়া লড়াইয়ের কাড়া প্রস্তুত করাটাও একটি বিশেষ ব্যাপার। লড়াইয়ের কাড়া কে এক বছর আগে থেকে লাঙ্গন টানা, গাড়ি টানার মতো কাজ করতে দেওয়া হয় না। এই কাড়া বিশেষ খাবার পায় বর্ষার শেষ থেকে আশ্বিন মাস অবধি ভোরে শিশিরে কাড়া চোরাই দেওয়া হয়। এরপর তাকে নামানো হয় লড়াইয়ের ময়দানে। কাড়া লড়াই রসিকরাও অনেক সময় লক্ষ লক্ষ টাকা খরচ করেও লড়াইয়ের কাড়া তৈরি করেন।ঝাড়খণ্ড ও বাংলার সীমান্ত এলাকায় কাড়া লড়াই শীতের একটি অন্যতম বিনোদন।তবে কখন থেকে এই উৎসব শুরু হয়েছিল তা জানা যায় নি। মানভূমি বাংলায় গোটা শীত জুড়ে চলতে থাকে একদিকে মোরগ লড়াই অন্য দিকে কাড়া লড়াই। জমে উঠে দুটি লড়াইয়ের আসরেই।
What's Your Reaction?