Bakura : আদিবাসীদের মহাসমাবেশ ও প্রতিবাদ মিছিল।

Apr 10, 2023 - 18:59
 0  1

আদিবাসী একতা মঞ্চের ডাকে মহাসমাবেশ সোমবার বাঁকুড়া জেলার খাতড়া এ'টিম গ্রাউন্ডে। শুধু বাঁকুড়া জেলা নয় বিভিন্ন জেলা থেকে সোমবার সকাল থেকেই আদিবাসী মানুষজন খাতড়া শহরে পৌঁছে গেছেন। আজ তারা বাদ্যযন্ত্র ও অস্ত্রশস্ত্র নিয়ে খাতড়া শহরে প্রতিবাদ মিছিল করে সকাল 10 টার সময় খাতড়া এটিম গ্রাউন্ডে জমায়েত হন। তাদের দাবি দেশব্যাপী আদিবাসীদের উপর নির্মম অত্যাচার বন্ধ করার দাবিতে, অ-আদিবাসীদের জোরপূর্বক ST তালিকায় অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে, বনাধিকার আইন ২০০৬ ও পঞ্চম তপশীল লাগু করার দাবিতে, ফেক ST সার্টিফিকেট বাতিল ও প্রদান এবং আদিবাসীদের জমি লুঠ বন্ধ করার দাবিতে, আদিবাসীদের গৌরবময় ইতিহাসকে বিকৃতির প্রতিবাদে আজকের এই মহা সমাবেশ।স্বাধীনতার ৭৫ বছর পরও আদিবাসীরা শোষিত, লাঞ্ছিত, অপমানিত হয়েই চলেছে। যার প্রমাণ স্বরূপ পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে‌ আদিবাসীরা সহকর্মীর দ্বারা অপমানিত হচ্ছে আবার কখনো রাজনৈতিক দলের MLA, মন্ত্রীরা ভারতবর্ষের আদিবাসীদের বহিরাগত তকমা দেওয়া, আদিবাসীদের সম্পর্কে কুরুচীকর মন্তব্য করা চলছেই। আদিবাসীদের উন্নয়ন হোক দেশের কোনো সরকার চায় না। #youtube #adibasi #bakura #bakuranews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow