Purba Bardhaman : প্রাণ হাতে নিয়ে ক্লাস রুমে চলছে পঠন পাঠন

Purba Bardhaman : প্রাণ হাতে নিয়ে ক্লাস রুমে চলছে পঠন পাঠন

Jul 13, 2023 - 17:45
 0  1

প্রাণ হাতে নিয়ে ক্লাস রুমে চলছে পঠন পাঠন, আতঙ্কিত শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা।
একেবারে বেহাল দশা বর্ধমানের নামাঙ্কিত স্কুল সি,এম,এস প্রাইমারী স্কুল,আর ক্লাসরুম এবং শিক্ষকদের বসার জায়গা ভগ্নাংশের আকার ধারণ করেছে, এমত অবস্থায় স্কুল চালাতে ভয় পাচ্ছেন শিক্ষকরা।
কার্যত স্কুলের ক্লাসরুমে যা অবস্থা যেকোনো সময় ছাদের চাং ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া ছাত্রদের প্রাণহানিও হতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। অন্যদিকে ক্লাসরুমে ছাত্ররা জানায় অল্প বৃষ্টি হলে দেওয়ালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে বৃষ্টির জল।
সি,এম,এস,প্রাইমারীর শিক্ষক এবং শিক্ষিকারা জানান,বছর খানেক আগে স্কুলের বেহাল দশা নিয়ে পূর্ব বর্ধমান জেলার জেলা শাসককে জানানো হয়েছে কিন্ত্ত তা এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি।

পাশাপাশি ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার রিনা ঘোষ জানন,১০ই মে স্কুলের বেহাল অবস্থা বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ পত্র মারফত জানানো হয়েছে যে স্কুলের বিল্ডিংটি কনস্ট্রাকশন নতুন করে যাবে কিনা অথবা রি- কনস্ট্রাকশন করা হবে কিনা,আপাতত সেই চিঠির উত্তর এখনো আসেনি,তবে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পঠন পাঠন চলছে তাঁর বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখন দেখার ভগ্নাংশ স্কুলের কি ব্যবস্থা নেবেন জেলা প্রশাসন সেদিকে তাকিয়ে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। #breakingnews #newstoday #banglanews #bardhaman #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow