Siliguri : অত্যাধুনিক স্টেশনের কাজ ক্ষতিয়ে দেখলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় : U Bangla TV
Siliguri : অত্যাধুনিক স্টেশনের কাজ ক্ষতিয়ে দেখলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায় : U Bangla TV
অত্যাধুনিক স্টেশনের কাজ ক্ষতিয়ে দেখলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়শিলিগুড়িঃ উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ এনজেপি স্টেশনকে বিশ্বমানের স্টেশনে পরিণত করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার।যেহেতু এই স্টেশনটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গন্য করা হয়, সেই কারণেই এই স্টেশন কে নতুন রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র। ইতিমধ্যে তার কাজও শুরু হয়েছে জোর কদমে।সেই কাজের মান ও কাজের গতি ক্ষতিয়ে দেখতে সোমবার এনজেপি এলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়।স্টেশনের বাইরের সমস্থ কাজ ঘুরে দেখেন তিনি।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়িকা শিখা চ্যাটার্জি, ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য রেল আধিকারিক। আগমনের ১ ও ,২ নম্বর বিল্ডিং এর কাজ ক্ষতিয়ে দেখেন তিনি।পরবর্তিতে তিনি জানান,, আগামী জুলাই মাসের ২৪ তারিখের মধ্যে এই বিল্ডিং এর সুচনা হবে বলে আশা করা যায়।এছাড়াও এই স্টেশনকে ঘিরে অনেক স্বপ্ন রয়েছে।এই স্টেশনের কাজ সুসম্পন্ন হওয়ার পর এলাকার আমূল পরিবর্তন ঘটবে বলেও জানান তিনি। #siliguri #siligurinews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?