North24pgs : বিশুদ্ধ পানীয় জল থাকলেও ভরসা কেনা জলের উপর : U Bangla TV
North24pgs : বিশুদ্ধ পানীয় জল থাকলেও ভরসা কেনা জলের উপর : U Bangla TV
উত্তর ২৪ পরগনার বসিরহাটের ১ নম্বর ব্লকের মধ্যমপুর, গোলাইচণ্ডী,পাতিলা চন্দ্র, অনন্তপুর, দন্ডীরহাট সহ প্রায় পাঁচটা গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। জল সংরক্ষণ করার পাম্প হাউজের সাপ্লাই থাকলেও জলের একাধিক কল বিকল হওয়ায় বঞ্চিত হচ্ছে গ্রামের মানুষরা। আর্সেনিক প্রবণ অঞ্চল হওয়ায় বিভিন্ন রোগে আক্রান্তের পাশাপাশি পেটের রোগে আক্রান্ত বহু মানুষ, বাদ যায় না ছোট ছোট বাচ্চারাও । তাদের ভরসা এখন কেনা জলের উপর তাই একরাশ ক্ষোভ উপড়ে দিচ্ছেন গ্রামের মানুষরা । তারা বলছেন ছয় থেকে সাত বছর ধরে জল সংরক্ষণ হলেও সকাল বিকেল জল যেখানে দেওয়ার কথা,সেখানে একাধিক কল বিকল হওয়ায় তারা বঞ্চিত হচ্ছেন, বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে। এমন কি এই পাম্প হাউসের তিনজন ঠিকা কর্মী আছে তারা মাস মাইনা নিয়ে চলে যাচ্ছেন। জল কেন গ্রামবাসীরা পাচ্ছে না তার সদুত্তর দিতে পারছে না তারা। তারা বলছেন উদ্বোতন কর্তৃপক্ষের বিষয়টা লিখিতভাবে তারা জানিয়েছেন তারপরেও কোন সুরাহ হয়নি,সেখানে তারা কি করতে পারেন । প্রশ্ন উঠছে বসিরহাট এক নম্বর ব্লকের একাধিক গ্রাম আর্সেনিক অঞ্চল, যেখানে সর্বদাই পানীয় জলের সমস্যা রয়েছে তারপরও বিশুদ্ধ পানীয় জল সংরক্ষণ থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হচ্ছেন জল থেকে। নিরুপায় তাই বাধ্য হয়ে টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে। তারা চান এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হোক, না হলে আগামী দিনে তারা আন্দোলনের পথ বেছে নেবেন। #north24pargana #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?