North Bengal : তীব্র দাবদাহে কারণে চরম ক্ষতির সন্মুখীন উত্তরের চা শিল্প
North Bengal : তীব্র দাবদাহে কারণে চরম ক্ষতির সন্মুখীন উত্তরের চা শিল্প
উত্তরবঙ্গের অধিকাংশ চা বাগানগুলি লাগাতার তীব্র দাবদাহে ক্ষতির সন্মুখীন হচ্ছে। একেতে বৃষ্টি নেই তার উপর প্রতিদিন তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্ৰি পৌছে যাচ্ছে। তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধির কারণে চা গাছে স্বাস্থ্যে তার ব্যাপক প্রভাব পড়েছে এছাড়া অতিরিক্ত তাপমাত্রার জন্য চা বাগানে পোকামাকড়ের ব্যাপক উপদ্রব বৃদ্ধি পেয়েছে। আর এতে চা উৎপাদনে প্রভাব পড়েছে বর্তমানে চা উৎপাদন কমছে বলে দাবি বাগান কতৃপক্ষের। প্রচন্ড দাবদাহে সালোকসংশ্লেষ ক্রিয়া ব্যাহত হয়েছে চা গাছগুলিতে। কমেছে উৎপাদনের মাত্রা। এভাবেই গরমের দাপট অব্যাহত থাকলে মুখ থুবড়ে পড়বে চা শিল্প বলে মত বিশেষজ্ঞদের। #newstoday #news #northbengal #northbengalnews @ubanglatvofficial
What's Your Reaction?