Nodia : টেট পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় গ্রেপ্তার দুই : U Bangla TV
Nodia : টেট পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় গ্রেপ্তার দুই : U Bangla TV
টেট পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় গ্রেপ্তার দুই। একজন পরীক্ষার্থী অপরজন ওর বন্ধু। বন্ধুকে সহযোগিতা করতে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করেছিল ওই যুবক। ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়।ওই পরীক্ষার্থীও তার বন্ধুর বাড়ি নদীয়ার ধানতলা থানার বহিরগাছি এলাকায়। ঘটনাটি ঘটে নদীয়ার কৃষ্ণনগর কালিনগর উচ্চ বিদ্যালয়। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করার অভিযোগে দুজনকে আটক করে পরীক্ষকরা।তাদের কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার হয়। এরপর দুজনকে আটক করে মোবাইল সহ তাদের পুলিশের হাতে তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ।তাদের মধ্যে একজনের নাম সন্দীপ কুটি আর একজনের নাম দেবাশীষ মৃধা। বাড়ি দুই জনের ধানতলা থানা বহিরগাছি এলাকায়। তাদের সিট পড়েছিল কৃষ্ণনগর কালিনগর উচ্চ বিদ্যালয়। দুই বন্ধুই পরীক্ষা দিতে ঢুকেছিল কিন্তু এক বন্ধুকে সাহায্য করবে বলেই সে ঢুকেছিল দুজনকে ধরে ফেলে স্কুলের শিক্ষকরা। মোবাইলসহ পুলিশের হাতে তুলে দেয় আজকে কোতোয়ালি থানার পুলিশ তাদেরকে আদালতে তোলা হয়।এ বিষয়ে দেবাশীষ মৃধা বলেন, আমার কাছে কোন মোবাইল পাওয়া যায়নি। পাশের জনের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে। তবে সন্দীপ কুটির দাবি, আমি নিজেও পরীক্ষার্থী কিন্তু বন্ধুকে সাহায্য করার জন্য মোবাইল নিয়ে এসেছিলাম এবং অঙ্কের উত্তর বলে দিচ্ছিলাম। সেই কারণেই পুলিশ আমাদের ধরেছে।অন্যদিকে ঘটনার নিন্দা জানিয়ে ওই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি শিবনাথ চৌধুরী বলেন, এই ঘটনা একদম কাম্য নয়। পরীক্ষা হলে এইভাবে মোবাইল বা কোন রকম প্রযুক্তির সাহায্য নেওয়া আইনত অপরাধ। আমি যতটুকু খবর পেয়েছি প্রশাসন তাদের ধরেছে এবং আদালতে তুলে দিয়েছে। তবে তাদের আদালতে তোলার পর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। #nodia #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?