Malda : আগ্নেয়াস্ত্র বিক্রি করার আগেই গ্রেফতার তিন যুবক : U Bangla TV

Malda : আগ্নেয়াস্ত্র বিক্রি করার আগেই গ্রেফতার তিন যুবক : U Bangla TV

Apr 2, 2024 - 18:05
 0  6

হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র বিক্রি করার আগেই গ্রেফতার তিন যুবক।পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে হরিহরপাড়া থানার স্বরূপপুর এলাকায় হানা দেয়। গভীর রাতে ওই এলাকায় ১ টি মোটর বাইকে করে তিন যুবককে ঘুরে বেড়াতে দেখে পুলিশ। সন্ধেহ হতেই আটক করে তিন জনকেই তারপর তল্লাশি চালিয়ে একটি সেভেন MM পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তারপরেই তিন জনকেই গ্রেফতার করে পুলিশ। পাশাপশি মোটর বাইকটিও সিজ করা হয়। পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা যায় আসিরুল সেখ,মনিরুল ইসলাম ও বকুল ইসলাম । তিন জনের বাড়ি শংকরপুর এলাকায়। ধৃত তিন যুবককে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার পাঠানো হল বহরমপুর জেলা আদালতে। পুলিশের অনুমান আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে তারা বেরিয়েছিল। ঘটনার পুরো তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow