Nadia : স্কুলে তৈরী হচ্ছে বোমা! : U Bangla TV

Nadia : স্কুলে তৈরী হচ্ছে বোমা! : U Bangla TV

Jun 26, 2024 - 16:59
 0  6

নদিয়ার একটি স্কুলে তৈরী হচ্ছে বোমা! আর সেই বোমা কি করে ছুঁতে হয় দূরে তাও শেখাচ্ছে শিক্ষকরা। কি অবাক হচ্ছেন? না এটাই সত্যি। তবে এই বোমা প্রাণঘাতী বোমা নয়। এটা হল বীজ বোমা। ভাবছেন বীজ বোমা আবার কি? তবে শুনুন বিস্তারিত। সরচরাচর আমরা বোমার  কথা বলতেই প্রথমেই আঁতকে উঠি। তবে স্কুলে বোমা তৈরী হচ্ছে শুনে ভয় পাওয়ার কিছু নেই।এই বোমা প্রাণঘাতী নয়,এই বোমা নতুন প্রাণের জন্ম দেয়।বীজ থেকে তৈরী হয় গাছ।পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ রানাঘাটের স্কুলের।এই স্কুলেই তৈরী হয়েছে  সিড ব্যাংক সেখান থেকেই তৈরী হচ্ছে বীজ বোমা। নদিয়ার রাণাঘাটের রামনগর এলাকার মিলনবাগান শিক্ষা নিকেতনের শিক্ষকদের উদ্যোগে স্কুলেই তৈরি করা হয়েছে সিড ব্যাঙ্ক বা বীজ সংরক্ষণ কেন্দ্র।জেলায় প্রথমবার এই স্কুলই নিয়েছে এমন অভিনব উদ্যোগ।স্কুলের ছাত্রছাত্রীরা খেলার মধ্য দিয়ে বীজ বোমা প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে  শুধু সিড ব্যাঙ্ক তৈরি করাই নয়, ছেলেবেলার হারিয়ে যাওয়া গুলতি খেলার মধ্য দিয়ে সিড বল প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। মূলত এঁটেল মাটি, গোবর সার ও ছাই মিশিয়ে প্রথমে তৈরি করা হচ্ছে মাটির একটি মন্ড। এরপর সেই মন্ডের ভেতরে তেঁতুল, জাম, লিচুর বীজ ভরে সেটিকে বোমার মতো রূপ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই স্কুলের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী মিলে ২ হাজারের ওপর বীজ বোমা তৈরি করে ফেলেছে। স্কুলেই সেগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে।    

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow