Alipurduar : দুই স্টেশনের মাঝে ইন্টারমিডিয়েট ব্লক হার্ট, সময় বাঁচাতে নয়া ব্যবস্থা : U Bangla TV

Alipurduar : দুই স্টেশনের মাঝে ইন্টারমিডিয়েট ব্লক হার্ট, সময় বাঁচাতে নয়া ব্যবস্থা : U Bangla TV

Feb 18, 2024 - 14:22
 0  5

আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে রাজাভাত খাওয়া স্টেশনের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। লাইনটি সিঙ্গেল, ফলে বিপরীত দিক থেকে আসা ট্রেন দুটির মধ্যে একটিকে দাঁড় করিয়ে রাখা হতো। প্রথম ট্রেন ওই স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পাস করার পর দ্বিতীয় ট্রেনটির যাত্রা ফের শুরু হতো। এতে নির্দিষ্ট টাইম টেবিল মানা সম্ভব হতো না। যাত্রীদের ভোগান্তি বাড়তো। এবার সেই সমস্যার সমাধান করতে দুটি স্টেশনের মাঝে ইন্টারমিডিয়েট ব্লক হাটের(IBH)ভাবনা রেলের। পরিকল্পনায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগ। কি এই IBH ? রেল সূত্রে জানাগেছে, হাসিমারা ও মাদারীঘাট স্টেশন, বিন্নাগুরি ও বানারহাট স্টেশন মাঝামাঝি নাগরাকাটা ও চালশা স্টেশন, চালশা ও সেবক এর মাঝখানের দূরত্ব প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার ফলে এক স্টেশন থেকে অপর স্টেশনে ট্রেন না পৌঁছানো পর্যন্ত অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। এইরকম স্টেশনগুলোকে বেছে নেওয়া হয়েছে। দুটি স্টেশনের মাঝের কোন একটি জায়গায় এই IBH তৈরি করা হবে। লুপ লাইনের আদলে সিঙ্গেল লাইন থেকে একটি শাখা লাইন বের করা হবে। দুটি স্টেশন থেকে মুখোমুখি দুটি ট্রেন যাত্রা করলে একটি ট্রেন সেই ইন্টারমিডিয়েট ব্লক হাট এলাকায় দাঁড়াবে। অপর ট্রেনটি তখন সিঙ্গেল রুট দিয়ে যাবে। এতে অপর ট্রেনটিকে দাঁড়াতে হলেও অর্ধেক রাস্তা চলে আসায় সময় কিছুটা হলেও কম লাগবে। সংলগ্ন এলাকায় একটি যন্ত্রপাতি রাখার ঘর থাকবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় কার্যালয় থেকে এমনটাই জানালেন বিভাগীয় প্রবন্ধক অমরজিৎ গৌতম। তিনি বলেন IBH চালু হলে সিঙ্গেল লাইনে যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের অনেকটা সময় কম লাগবে। আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত এখনো সিঙ্গেল লাইন রয়েছে। ফলে এই রুটে একাধিক IBH ব্যবস্থা চালু করার কাজ চলছে। পাশাপাশি তিনি রেলের আরেকটি নির্দেশিকার কথা জানান। তিনি জানান , এরপর থেকে প্লাস্টিকজাত জিনিসপত্র জঙ্গল লাগোয়া এলাকায় ফেলে রাখা যাবে না। জঙ্গল এলাকায় প্লাস্টিক ও প্লাস্টিকজাত দ্রব্য সহ প্যান্ট্রি কারের খাবার, কিংবা প্যাকেট ফেললে রেললাইনে হাতিসহ বন্যপ্রাণী চলে আসার সম্ভাবনা থাকছে। সেটা আটকাতে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। রেলকর্মীরা বিষয়টির উপর নজরদারি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। #alipurduar #alipurduarnews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow