KOLKATA: রাজ্যে ডেঙ্গি থাবা বসাতে শুরু করার আগে থেকেই সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর | U Bangla TV
KOLKATA: রাজ্যে ডেঙ্গি থাবা বসাতে শুরু করার আগে থেকেই সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর | U Bangla TV
বর্ষা শুরু হতেই ডেঙ্গি থাবা বসাতে শুরু করে রাজ্যে। এই বারও যাতে রাজ্যে ডেঙ্গি থাবা বসাতে শুরু করার আগে থেকেই সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর। তবে জ্বর হলে দ্রুত ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। তবে এক্ষেত্রে গারুলীয়া পৌর সভার বাসিন্দাদের ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে যেতে হয় ডেঙ্গি পরীক্ষার জন্য। কিন্তু এবার থেকে তাদের আর ওতো দূরে যেতে হবে না। গারুলীয়ার বাসিন্দাদের জন্য রাজ্য সরকার ও রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে গারুলিয়া পৌর সভাকে দেওয়া হয়েছে এলাইজা মেশিন। এই মেশিনের সাহায্যে খুব দ্রুত ডেঙ্গির পরীক্ষা করা সম্ভব হবে। তবে শুধু গারুলিয় পৌর এলাকার বাসিন্দারাই উপকৃত হবে তাই নয় এই মেশিন টি যেখানে বসানো হচ্ছে সেখান থেকে খুব সহজে কাউগাছি পঞ্চায়েতের মানুষ এই পরিষেবার সুবিধা পাবেন বলে জানালেন গারুলিয়া পৌর সভার স্বাস্থ্য দফতরের সি আই সি সুব্রত মুখোপাধ্যায়। @ubanglatvofficial
What's Your Reaction?