Nadia : নবদ্বীপে শুরু হল মন্ডল পরিক্রমা : U Bangla TV
Nadia : নবদ্বীপে শুরু হল মন্ডল পরিক্রমা : U Bangla TV
শুরু হলো মায়াপুর ইসকন পরিচালিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। বিশ্বের ১০০ টি দেশ থেকে হাজার হাজার দেশী ও বিদেশী ভক্ত যোগ দিয়েছে এই পরিক্রমায়। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই পরিক্রমা চলবে ১৮ই মার্চ পর্যন্ত। নদিয়ার নবদ্বীপের নয়টি দ্বীপ ঘুরে কীর্তন সহযোগে এই পরিক্রমা ফের মায়াপুর ইসকনে ফিরে আসবে। মহাপ্রভুর ৫৩৮তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে এই পরিক্রমায় অংশ নিয়ে হাজারো হাজারো ভক্ত এখন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে।এ বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, প্রতি বছরই মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে প্রায় এক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এ বছরও তার ব্যতিক্রম নয়। ৫৩৮ তম জন্ম দিবস উপলক্ষে বেশ কয়েকদিন আগে থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে। তবে এই আবির্ভাব দিবস উপলক্ষে মূল অনুষ্ঠান মন্ডল পরিক্রমা। ইতিমধ্যেই ১০০ টি দেশ থেকে ৫০০০ ভক্ত অংশগ্রহণ করেছে এই মন্ডল পরিক্রমায়। জলপথ এবং স্থলপথ বিভিন্নভাবে ভাগ হয়ে তারা পরিক্রমা শুরু করবে। মূলত মহাপ্রভু সাধারণ মানুষের মধ্যে যে কৃষ্ণ নাম বিলিয়েছেন এবং কৃষ্ণনাম প্রচার করেছেন সেই প্রচার অব্যাহত রাখতেই এই পরিক্রমা। পাশাপাশি তার যে বাণী অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যাতে কৃষ্ণ নামে সম্মিলিত হয় সেই লক্ষ্য নিয়েই এই মন্ডল পরিক্রমা। 100 দেশের পাচ হাজার ভক্ত ছাড়াও বিভিন্ন দেশের প্রায় লক্ষ লক্ষ ভক্ত ইতিমধ্যেই মায়াপুর ইসকনে আসতে শুরু করেছে।#nadia #nadianews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?