Nadia : নদীয়া জেলায় এই প্রথম চালু হল পড়ুয়াদের জন্য : U Bangla TV

Nadia : নদীয়া জেলায় এই প্রথম চালু হল পড়ুয়াদের জন্য : U Bangla TV

Jan 19, 2024 - 17:01
 0  5

নদীয়া জেলায় এই প্রথম চালু হল পড়ুয়াদের জন্য প্রাথমিক বিদ্যালয় ডিজিটাল অ্যাটেনডেন্স! জেলায় প্রথম এই উদ্যোগ নিল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। এতদিন পর্যন্ত ডিজিটাল হাজিরা দেওয়ার পরিষেবা দেখতে পাওয়া যেত সরকারি এবং বেসরকারি অফিস আদালতেই। তবে ধীরে ধীরে রাজ্যের বেশ কিছু সরকারি এবং বেসরকারি স্কুলগুলিও চালু করছে পড়ুয়াদের জন্য ডিজিটাল অ্যাটেনডেন্স পরিষেবা। এবং নদীয়া জেলায় সর্বপ্রথম মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় চালু করা হয় এই পরিষেবা। শুক্রবার এই ডিজিটাল পরিষেবার প্রথম উদ্বোধন করেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক । স্কুল প্রাঙ্গণে ঢুকলেই দেখা যাবে একটি ইলেকট্রনিক্স বস্তু লাগানো রয়েছে। পড়ুয়াদের প্রত্যেককেই দেওয়া হয়েছে একটি করে ডিজিটাল আইডেন্টিটি কার্ড যার মধ্যে লাগানো রয়েছে একটি আধুনিক বৈদ্যুতিক যন্ত্র। স্কুল প্রাঙ্গনে প্রবেশ করা মাত্রই সেই কার্ডটি স্কুলে লাগানো ওই বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে এবং স্কুল থেকে বেরোনোর আগে পুনরায় একবার সেই যন্ত্রের কাছে এসে ছোয়ালেই ওই পড়ুয়ার অভিভাবকদের মোবাইলে সরাসরি পৌঁছে যাবে স্কুলে ওই পড়ুয়ার প্রবেশ এবং বাহিরের সম্পূর্ণ সময়সূচির তথ্য। আর এর ফলে অনেকটাই চিন্তামুক্ত হতে পারবে অভিভাবকেরা।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরন শেখ জানান, বর্তমানে স্কুলে ১৮৮ জন ছাত্রছাত্রী রয়েছে। তার সঙ্গে রয়েছেন ৬ জন শিক্ষক শিক্ষিকা। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা এই পরিষেবা চালু করেছেন। এতে যেমন ছাত্র-ছাত্রীদের হাজিরা নথিভুক্ত হবে ঠিক তেমনি ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় উপস্থিতির হারও বৃদ্ধি পাবে। যে সমস্ত ছাত্র ছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে তাদের মোবাইলে পৌঁছে যাবে এস এম এস অ্যালার্ট! সব মিলিয়ে পড়ুয়াদের স্কুলে ঢোকা এবং বেরোনোর ওপর নজরদারি থাকবে অভিভাবকদেরও।বিদ্যালয়ে এই ডিজিটাল হাজিরা পরিষেবা চালু হওয়ায় খুশি অভিভাবকেরাও। #nadia #nadianews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow