Nadia : নদী বাঁচাও জীবন বাঁচাও প্রচারে ১৪ দিনের জলপথে একক কায়াকিং সুদেষ্ণার : U Bangla TV

Nadia : নদী বাঁচাও জীবন বাঁচাও প্রচারে ১৪ দিনের জলপথে একক কায়াকিং সুদেষ্ণার : U Bangla TV

Dec 9, 2023 - 17:32
 0  5

গঙ্গা আমাদের দেশের জীবনের অঙ্গ। মানব সভ্যতার চাহিদায় দিনের পর দিন সেই গঙ্গা কল-কারখানার বর্জ্যে হচ্ছে দূষিত। এরকম একটা সময় নদী বাঁচাও জীবন বাঁচাও প্রচারের কর্মসূচি নিয়ে একক কায়াকিং শুরু করেছেন সুদেষ্ণা কর পাল। তিনি মুর্শিদাবাদ জেলার ফারাক্কার কাছে আহিরন ঘাট থেকে কলকাতার প্রিন্সেপ ঘাট পর্যন্ত ৪০০ কিলোমিটার গঙ্গা নদী বক্ষে একাই তিনি নৌকা চালাবেন। এই যাত্রা পথে তিনি সাতটি জেলার পনেরটি ঘাটে কায়াক থামিয়ে নদী বাঁচাও জীবন বাঁচাও প্রচারের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। ৯-ই ডিসেম্বর শনিবার নদীয়ার শান্তিপুরের বড়বাজার ফেরিঘাটে পরিবেশ ভাবনা মঞ্চের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার শেষে সুদেষ্ণা পাল বলেন, এখনো পর্যন্ত তিনি বেশ কয়েকটি জেলা জলপথে অতিক্রম করে এসেছেন, তাতেই নদীর যে বর্তমান পরিস্থিতি তা অনেকটাই নজরে পড়েছে তার। পরিবর্তন হয়েছে নদীর রুপরেখা, এছাড়াও বেশ কিছু অংশ আবর্জনায় ভরে গেছে। অবিলম্বে নদীর সংস্কারের প্রয়োজন, না হলে আগামী দিনে নদীর জল এখনকার থেকে আরও বেশি দূষিত হবে। আর মানব সভ্যতার ভয়ংকর ক্ষতি হতে পারে যাকে এক প্রকার বলা হয় ধ্বংস। তবে ১৪ দিনের এই অভিযানের শেষে নদীর সার্বিক পরিস্থিতির সংগ্রহকারী রিপোর্ট সরকারি স্তরে জমা দেবে বলে জানিয়েছেন সুদেষ্ণা পাল। যাতে আগামী দিনে এই নদী দূষণমুক্ত পরিচ্ছন্ন রাখা যায়। #nadia #nadianews #newstoday #westbengal #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow