Nadia : দেড় কোটি টাকা ব্যয়ে শান্তিপুর হাসপাতালে সৌন্দর্যায়নের কাজ শুরু : U Bangla TV

Nadia : দেড় কোটি টাকা ব্যয়ে শান্তিপুর হাসপাতালে সৌন্দর্যায়নের কাজ শুরু : U Bangla TV

Mar 14, 2024 - 19:10
 0  6

নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে- বিধায়ক তহবিল থেকে, আনুমানিক দেড় কোটি  টাকা ব্যয়ে শান্তিপুর হাসপাতালের নবরূপে সৌন্দর্যায়নের কাজ শুরু হল। ভিত্তিপ্রস্তার স্থাপনের মধ্যে দিয়ে কাজের শুভ সূচনা করলেন-- শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজ কিশোর গোস্বামী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর হাসপাতালের সুপার, ডক্টর তারক বর্মন সহ হাসপাতালের একাধিক আধিকারিকরা । কাজের শুভ সূচনা প্রসঙ্গে বিধায়ক জানান, এই হাসপাতাল অত্যন্ত পুরানো এবং তার নির্বাচনী ইশতেহারে-- হাসপাতালের সার্বিক উন্নয়ন করা তার প্রথম উদ্দেশ্যই ছিল। তাই বিধায়ক তহবিল থেকে আনুমানিক দেড় কোটি টাকা ব্যয় করে শান্তিপুর হাসপাতালের নবরূপে সৌন্দর্যায়নের কাজ শুরু করা হলো। তবে এই কাজটি করা অত্যন্ত আবশ্যিক ।তার কারণ, হাসপাতালের বিভিন্ন জায়গায় চাঙর খসে পড়া এবং বিল্ডিং এর খারাপ অবস্থার কথা মাথায় রেখে ভবিষ্যতে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ,তার আগাম ব্যবস্থা সরূপ হাসপাতালের নবরূপে সৌন্দর্যায়ন, যদিও এই সৌন্দর্যায়নের প্রসঙ্গে সুপার ডক্টর তারক বর্মন জানান ,বিধায়ক অত্যন্ত প্রচেষ্টা করে এত টাকা বরাদ্দ করেছেন হাসপাতালের জন্য এবং সাধারণ মানুষ তথা রোগীদের জন্য ।তার জন্য অসংখ্য ধন্যবাদ বিধায়ক কে ।আগামী দিনে হাসপাতাল আরো উন্নত এবং আধুনিক পরিসেবায় সুসজ্জিত হলে সাধারণ মানুষ অনেকটাই সুবিধা পাবেন। তবে শান্তিপুর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন প্রয়োজন বলে বিধায়ক জানান ,তার পরবর্তী পদক্ষেপ শান্তিপুর হাসপাতালে একটি সিটি স্ক্যান মেশিন প্রতিস্থাপন করার ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow