Nadia : গোপনসূত্রে খবর পেয়ে ৬ ব্যাক্তিকে গ্রেফতার : U Bangla TV

Nadia : গোপনসূত্রে খবর পেয়ে ৬ ব্যাক্তিকে গ্রেফতার : U Bangla TV

Apr 26, 2024 - 17:55
 0  5

ফের বড়োসড়ো সাফল্য রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার পুলিশের।গোপন সূত্রে খবর পেয়ে অনলাইন প্রতারণা চক্রের সন্দেহে ছয়জনকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর শান্তিপুর লেবুতলা পাড়ায় ছয় যুবক একটি জায়গায় বসে জুয়া খেলছিল।সেই সময় শান্তিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই ছয় যুবককে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায় ধৃত ছয় যুবকের কাছ থেকে তিনটি ল্যাপটপ এবং দশটি মোবাইল উদ্ধার করা হয়েছে।তৎসহ যুবকদের কাছ থেকে নগদ ৩৫ হাজার ৪৫০ টাকা উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় ছয়জনকে গ্রেফতার করে রানাঘাট আদালতে পাঠালে,ধৃতদের মধ্যে তিন যুবককে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় রানাঘাট আদালত।জানা যায় ধৃত ছয় যুবকের নাম সোমনাথ পাল বয়স ২৪ বাড়ি পূর্ব বর্ধমানের কালনা জাপট পালপাড়া এলাকায়,অপর যুবকের নাম ইন্দ্রজিৎ পাল বয়স ২৪ বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা নিচু জাপট এলাকায়, দিপু ব্যানার্জি বয়স ২৩ বাড়ি ঝাড়খণ্ডের দিবাকর নগর এলাকায়, রঞ্জন কুমার যাদব বয়স উনিশ বাড়ি বিহার, অপর যুবকের নাম সুধীর কুমার বয়স উনিশ বাড়ি বিহার,অপর যুবকের নাম পুষ্কর দাস বয়স ১৯ বাড়ি উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায়। যদিও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকায় এবং এই প্রতারণা চক্রের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা এবং এদের দল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। #nadia #nadianews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow