Nadia | কলাবাগানের ভেতর থেকে উদ্ধার শয়ে শয়ে রেশনের আটার বস্তা | U Bangla TV
Nadia | কলাবাগানের ভেতর থেকে উদ্ধার শয়ে শয়ে রেশনের আটার বস্তা | U Bangla TV
আবারো চাঞ্চল্যকর ঘটনা নদীয়ায়। এক ব্যক্তির বাড়ির কলাবাগানের ভেতর থেকে উদ্ধার শয়ে শয়ে রেশনের আটার বস্তা। যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি এদিন নদীয়ার তাহেরপুর থানা এলাকার বিননগর ৮ নম্বর ওয়ার্ডের চরক ডাঙ্গাপাড়া এলাকার। স্থানীয়দের দাবি, ওই এলাকার প্রশান্ত পাল নামে এক ব্যক্তি এলাকারই বেশ কয়েকটি রেশন ডিলারের কাছে রেশন সামগ্রী পৌঁছে দিত। আগে পেশায় ভ্যান চালক ছিলেন, হঠাৎই ফুলে ফেঁপে যায়। শনিবার ওই ব্যক্তির বাড়ির কলাবাগানে প্যাকেটে সরকারি সিল মারা আটার বস্তা পাওয়া যায়। পাশাপাশি কয়েকশ খালি বস্তাও পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি সরকারি শিলমারা আটার বস্তা থেকে আটা বের করে লোকাল ব্যান্ডের স্টিকার মেরে তা খোলা বাজারে তা বিক্রি করতো, আজ ওই ব্যক্তির কুকীর্তি সকলের নজরে পড়ে, এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। ঘটনাস্থলে যায় রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, এরপর রেশন দুর্নীতি নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদ। যদিও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, এছাড়াও অভিযুক্ত প্রশান্ত পাল নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। যদিও গত কয়েক মাস ধরেই ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা রেশন দুর্নীতি সম্পর্কে দফায় দফায় তল্লাশি এবং অভিযান চালাচ্ছেন, আর তারি মাঝে নদীয়ার বিননগরে এই চাঞ্চল্যকর ঘটনায় আরো একবার ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে।
What's Your Reaction?