Nadia : অরণ্য ছেড়ে মানুষের সাথে বন্ধুত্ব : U Bangla TV
Nadia : অরণ্য ছেড়ে মানুষের সাথে বন্ধুত্ব : U Bangla TV
সময়ের পরিবর্তনে কত কিছুই না পাল্টে যায় কথায় আছে বনের পশু পোষ মানে না, এখন মানুষের ভালোবাসার কাছে হার মেনেছে বনের শিয়াল । শিয়ালকে পোষ মানিয়েছে মানুষ, তাকি সম্ভব ? কিন্তু এমনভাবেই নদীয়ার কল্যাণীর পৌরসভার দু'নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘুরে বেড়ায় এক শিয়াল ছানা। চিরশত্রু কুকুরের সাথেই ছোটবেলা থেকে খেলা ধুলা করে বড় হচ্ছে শিয়াল ছানাটি। তবে গ্রাম বাংলায় এখন শিয়ালের আনাগোনা দিন দিন বিলুপ্তর মুখে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কোন বন্যপ্রাণীকে আটকে রাখা যায়না। তাই স্থানীয় মানুষেরা শিয়াল টিকে আটকে না রেখে ছাড়া অবস্থাই প্রতিনিয়ত খাবার দেয়, কখনো বিস্কুট কখনো আবার মন পছন্দ খাবার। আর তাতেই খুশি শিয়াল ছানা। স্থানীয়রা জানায়, বিস্কুট ও মাংস খেতে বড়ো ভালোবাসে শাবক শিয়াল ছানাটি। কিন্তু অবাক করা কাণ্ড এই শিয়াল ছানাটিকে রাতের অন্ধকারে দেখা যায় না, দিনের বেলাতেই লোকালয়ে ঘুরে বেড়াতে ভালোবাসে। তবে অবাক করার কিছু নেই, প্রত্যেকের ডাকে ছুটে আসে শিয়াল ছানাটি, কারণ ভালোবাসার টান। যত দিন যাচ্ছে পাল্টাচ্ছে অনেক কিছুই, তাহলে পিছিয়ে কেন বন্যপ্রাণীরা, তাদেরও তো জীবন। কথায় বলে শিয়াল নাকি অতি চালাক, তাহলে কি ক্ষুধা মেটাতেই শিয়ালের এই চালাকি, নাকি সত্যি পরিবেশের ভারসাম্যর সাথে মানিয়ে নিতে চাইছে নিজেই। #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?