Nadia : অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে উচ্ছ্বাসিত সংখ্যালঘু মহল : U Bangla TV
Nadia : অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে উচ্ছ্বাসিত সংখ্যালঘু মহল : U Bangla TV
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে উচ্ছ্বাসিত সংখ্যালঘু মহল, মসজিদ, গির্জায় জ্বলবে আলো হবে বিশেষ প্রার্থনা এবার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মসজিদ এবং গির্জাতীয় জ্বলবে মোমবাতি এবং প্রদীপ এমনটাই জানালেন নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দী ২ নম্বর পঞ্চায়েতের পাঁচপোতা পূর্বপাড়া জামে মসজিদের সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি আশরাফ শেখ এবং শান্তিপুর ব্লকে আহবান দিয়ে এক নম্বর পঞ্চায়েতের চাদরা ক্যাথলিক চার্চ এর ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি জোসেফ মন্ডল। তারা জানান সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই আনন্দেই মেতে উঠেছে গোটা দেশবাসী। শুধু হিন্দু ধর্মালম্বনকারী মানুষেরাই নয়, সংখ্যালঘুর সকল সম্প্রদায়ের মানুষেরাই তাতে খুশি এমনটাই জানালেন তারা।আর সেই কারণেই মন্দিরের পাশাপাশি শান্তিপুরের এই জামে মসজিদ এবং ক্যাথলিক চার্চেও জ্বলে উঠবে প্রদীপ এবং মোমবাতি। তারা জানান ইতিমধ্যেই তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে অক্ষত প্রসাদ বিতরণ করেছি এবং তাদেরকে অনুরোধ করেছেন আগামীকাল ৫টি করে প্রদীপ জ্বালাতে যদি প্রদীপের সমস্যা হয় তাহলে অন্তত ৫ টি করে মোমবাতি যাতে জ্বালান তারা।সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি আশরাফ শেখ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত জাতিকেই শ্রদ্ধা ও সম্মান করেন। আর তাতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছি।উল্লেখ্য, সনাতনী হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি দিন বলে মনে করছেন ভারতীয় জনতা পার্টি। তবে সনাতনী হিন্দু ধর্মের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাও যে একইভাবে আনন্দে উচ্ছ্বাসিত তা বলাই বাহুল্য। #nadia #nadianews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?