Nadia : ১৬ বছর বয়সী নাবালিকাকে বিয়ে দেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিলো প্রশাসন
Nadia : ১৬ বছর বয়সী নাবালিকাকে বিয়ে দেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিলো প্রশাসন
নেই আইনের পরোয়া, অমান্য বাল্যবিবাহের আইন। ১৬ বছর বয়সী নাবালিকাকে বিয়ে দেওয়ার পরেও ধুমধামের সাথে বৌভাতের অনুষ্ঠান করে সমাজে ঠাঁই দেওয়ার চেষ্টা এক পরিবারের। গোপন সূত্রে খবর পেয়ে নদীয়া চাইল্ড লাইন ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ওই নাবালিকা। ঘটনাটি অবাক হলেও নদীয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। সূত্রের খবর ওই নাবালিকার বিয়ে হওয়ার পরেও বৌভাতের আয়োজন করে শ্বশুর বাড়ির পরিবার, খবর পায় নদীয়া চাইল্ড লাইন। এরপর পরিবারের সাথে যোগাযোগ কোরে নাবালিকাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়, সেখানেই ঘুরি-মুষি পরিবারের। এদিন আরও একবার ধুমধামের সাথে ওই নাবালিকার বৌভাতের আয়োজন করা হয়। যেখানে নিমন্ত্রিত ছিল কয়েকশো মানুষ। সূত্রের খবর, খবর পেতেই শান্তিপুর থানার পুলিশের সাথে যোগাযোগ করে নদীয়া চাইল্ড লাইনের কর্মীরা, এরপর পুলিশকে সাথে নিয়ে ওই অনুষ্ঠান বাড়িতে গিয়ে হানা দেয় নদিয়া চাইড লাইন। যদিও পরিবার মানতে নারাজ, দীর্ঘসময় টালবাহনার পরে অবশেষে ওই নাবালিকাকে উদ্ধার করে নদীয়া চাইল্ড লাইন ও শান্তিপুর থানার পুলিশ। এরপর সাজশয্যা অবস্থায় ওই নাবালিকে নিয়ে আসা হয় শান্তিপুর থানায়, পরবর্তীতে আইনানুগ অনুসারে নেওয়া হয় পদক্ষেপ। এই ঘটনাই নদীয়া চাইল্ড লাইনের কর্মীরা জানিয়েছেন, শুধু এই নাবালিকা নয়, এদিন গোটা নদীয়া জেলায় একইভাবে তিন তিনটি নাবালিকার সাথে ঘটে একই ঘটনা। আর প্রত্যেকটি ঘটনায় যৌথ অভিযান চালানো হয়, আর উদ্ধার হয় তিন তিনটি নাবালিকা। জানা যায় সি ডাব্লু সির নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি নাবালিকাকে সসম্মানে হোমে রাখার ব্যবস্থা করবেন নদিয়া চাইড লাইন। নাবালিকা উদ্ধার কার্যের শেষে, নদীয়া চাইল্ড লাইনের কর্মী সোলেমান শেখ জানিয়েছেন, রাজ্য সরকারের প্রচেষ্টায় বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হয়েছে মেয়েদের। যেখানে কন্যাশ্রী যার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এছাড়াও সবুজ সাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাই মেয়েরা। সেখানে মেয়েদের বয়স না হতেই বিয়ে দেওয়ার চেষ্টা করছে পরিবাররা, এই বাল্যবিবাহ বন্ধ হওয়া উচিত। আর মানুষ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবেই রোখা সম্ভব। #breakingnews #newstoday #nadia #nadianews #childmarriages #childline #viralnews #newslive @ubanglatvofficial
What's Your Reaction?